Panskura baby died: নার্স দিয়ে রোগিণীর প্রসব, মৃত্যু, ক্ষোভ!

Panskura baby died: নার্স দিয়ে রোগিণীর প্রসব, মৃত্যু, ক্ষোভ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 9:00 PM

পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন এক মহিলা। অপারেশন রুমে ডেলিভারির সময় সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়। রোগীর পরিবারের দাবি চিকিৎসক থাকা সত্ত্বেও নার্স দিয়ে ডেলিভারি করানোর ফলেই এই ঘটনা ঘটেছে।

পাঁশকুড়া ব্লকের অর্ন্তগত চৈতন্যপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নরভেদীচক এলাকার বাসিন্দা, প্রশান্ত মান্নার স্ত্রী নন্দিতা মান্না মঙ্গলবার বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়।বুধবার রাত্রি আটটা নাগাদ প্রসব যন্ত্রণা শুরু হলে অপারেশান রুমে নিয়ে যাওয়ার পর ডেলিভারির সময় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলল রোগীর পরিবারের লোকজন। রোগীর পরিবারের দাবি চিকিৎসক থাকা সত্ত্বেও নার্স দিয়ে ডেলিভারি করানোর ফলেই গাফিলতির ফলে সদ্যজাত শিশুর মৃত্যু হয়। “তবে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ সুত্রে খবর,নন্দিতা মান্না নামে ওই গর্ভবতী মহিলার বাচ্চার কন্ডিশন খুব একটা ভালো ছিল না,সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল পরিবার কে। ডেলিভারির পরে সদ্যোজাত শিশুটির হার্ট বিট কম ছিল।আমাদের হাসপাতালে চিকিৎসকরা প্রায় প্রায় এক ঘন্টার বেশি ধরে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি।” যদিও সমগ্ৰ ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কিছু ই বলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মান্না পরিবারে। সমগ্ৰ ঘটনায় নার্সদের দূর ব্যাবহার সহ গাফিলতি কেউ দায়ী করেছেন রোগীর পরিবার।