Kulpi Ration Agitation: রেশন দুর্নীতিতে ঘেরাওয়ে গ্রাহকরাই!

Kulpi Ration Agitation: রেশন দুর্নীতিতে ঘেরাওয়ে গ্রাহকরাই!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 8:40 PM

দুয়ারের রেশন কর্মসূচি শুরু না করা এবং রেশন সামগ্রী বন্টনে কারচুপির অভিযোগ তুলে ব্লক খাদ্য নিয়ামকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো কয়েকশো রেশন গ্রাহক। আজ বিকেলে তিনটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিডিও অফিস চত্বরে ব্লক খাদ্য নিয়ামকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ছামনাবুনি, দক্ষিণ নারায়ণপুর, সিদ্ধিবেড়িয়া ও শ্যামপুর গ্রামের কয়েকশো বাসিন্দা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দুয়ারের রেশন কর্মসূচি শুরু না করার পাশাপাশি রেশন সামগ্রী বন্টনে কারচুপির অভিযোগ তুলে ব্লক খাদ্য নিয়ামকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো কয়েকশো রেশন গ্রাহক। আজ বিকেলে তিনটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিডিও অফিস চত্বরে ব্লক খাদ্য নিয়ামকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ছামনাবুনি, দক্ষিণ নারায়ণপুর, সিদ্ধিবেড়িয়া ও শ্যামপুর গ্রামের কয়েকশো বাসিন্দা। খবর পেয়ে কুলপি থানার পুলিশ বিডিও অফিস চত্বরে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে বিক্ষোভকারী রেশন গ্রাহকদের একটি প্রতিনিধি দল বেশ কয়েকজন অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে ব্লক খাদ্য নিয়মক ও পরে কুলপির বিডিও সৌরভ গুপ্তের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। যদিও ব্লক খাদ্য নিয়মক ও বিডিও বিক্ষোভকারী গ্রাহকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ঘেরাও বিক্ষোভ উঠে যায়।