Jhargram School News: এই স্কুলেও নাকি পড়াশুনো হয়!

Jhargram School News: এই স্কুলেও নাকি পড়াশুনো হয়!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 14, 2023 | 5:22 PM

ঝাড়গ্রামের জেলার সাঁকরাইল ব্লকের আনন্দপুর গ্রাম। সেখানেই একসাথে রয়েছে আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও আনন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। ভয়াবহ অবস্থায় রয়েছে আনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুম। স্কুলের জরাজীর্ণ অবস্থা।

ঝাড়গ্রামের জেলার সাঁকরাইল ব্লকের আনন্দপুর গ্রাম, সেখানেই একসাথে রয়েছে আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও আনন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র,ভয়াবহ অবস্থায় রয়েছে আনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুম,স্কুলের জরাজীর্ণ অবস্থা, দেওয়ালে বড়ো বড়ো ফাটল,খসে পড়েছে দেওয়ালের চাঙড়,ক্লাস রুমের ভেতরে পড়েছে আবর্জনা, ফাটল অবস্থা কে সাথে নিয়েই চলছে ক্লাস,আতঙ্কে ছাত্রছাত্রী ও অভিভাবকরা! ফাটল দেখা গিয়েছে আনন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অফিস রুমে ও ক্লাসরুমেও,যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা তোতোপর হুশ নেই প্রশাসনের , এদিকে আনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংবাদ মাধ্যমের প্রশ্নে ক্যামেরার সামনে বলতে চান না কিছু,জানানো হয়েছে এই বলেই দায় এড়িয়েছে‌ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,রয়েছে নড়বড়ে দেওয়াল, কোথাও আবার ফাটল দেখা দিয়েছে দেওয়ালে, স্কুল থেকে প্রশাসন কে জানানো হয়েছে বারংবার,ব্যাবস্থা গ্রহন করা হয় নি বলে অভিযোগ শিক্ষকদের ,আতঙ্কে স্কুলে বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা,এ বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দিতে রাজি হন নি আনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, যদিও অন্যদিকে আনন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক জানান স্কুল যে জায়গায় রয়েছে সেই জায়গা আগে পুকুর ছিল হয়তো কাজ ভালো হয়নি সে কারণে তারই এফেক্ট পড়ছে বিল্ডিং এর উপর।