Konnagar News: হাঁস চরছে পাকা রাস্তায়!
বর্ষা এখনো বহু দূর,যদিও এখনই হাঁস চরছে পাকা রাস্তায়,কোন্নগর নবগ্রামে একটু বৃষ্টি পুকুর না রাস্তা বুঝতে দেয়না।
বর্ষা এখনো বহু দূর, যদিও এখনই হাঁস চরছে পাকা রাস্তায়,কোন্নগর নবগ্রামে একটু বৃষ্টি পুকুর না রাস্তা বুঝতে দেয়না।
কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের বড় বহেরা গ্রামে বেহাল রাস্তা। গত কয়েক দিনে হালকা বৃষ্টি হয়েছে আর তাতেই জল থইথই অবস্থা। পুকুর ড্রেন রাস্তা সব একাকার। চরম দুর্ভোগে জল পেরিয়ে পথ চলতে হয় এলাকার বাসিন্দাদের।
বাসিন্দাদের অভিযোগ এই সমস্যা দীর্ঘদিনের।পঞ্চায়েতকে জানালে কাজ হবে বলে দায় সারে পঞ্চায়েত।নিকাশি ব্যবস্থা খারাপ থাকায় একটু বৃষ্টিতে জল জমে যায় রাস্তায়।পাকা রাস্তা খানাখন্দে ভরা।জমা জলে পাকা রাস্তায় হাঁস চড়ছে।
স্থানীয় সিপিআইএম নেতা তপন চক্রবর্তীর অভিযোগ,নিকাশি ব্যবস্থা ভেঙে পরেছে।ভোট এলে লোক দেখানো কাজ হয়।কসমেটিক উন্নয়ন হয়।আর মানুষকে বঞ্চনা করা হয়।
নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত বলেন, ‘ওই এলাকায় একটা ড্রেনের কাজ চলছে।আমরা খবর পেলে লোক পাঠিয়ে ঠিক করে দিই’। উপ প্রধান গৌর মজুমদার বলেন, ‘গত বৃষ্টি ভালো হয়েছে। বৃষ্টি হলে জল জমবে।পুকুরে হাঁস চরলে সেটা চলে আসতে পারে। সিপিএম কি বলল না বলল তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই।ওরা ৩৪ বছরে নবগ্রামে জঙ্গলের রাজত্ব করে রেখেছিল’।