Baidyabati News: চলছিল ক্লাস, ভেঙে পড়ল ফ্যান!
বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ক্লাস চলাকালীন হঠাৎই একটি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে ছাত্রীদের। মাথা ফাটলো দুই ছাত্রীর। আহত দুই ছাত্রীকে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
ক্লাস রুমে ছাত্রীদের মাথায় সিলিং ফ্যান খুলে পড়ল, মাথা ফাটলো দুই ছাত্রীর,ঘটনা বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে। আহত দুই ছাত্রীকে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্কুল সূত্রে জানা যায়, দ্বাদশ শ্রেণীর ফোর্থ পিরিয়ডে ইংরেজি ক্লাস চলাকালীন হঠাৎই একটি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে ছাত্রীদের। আহত হন দুই ছাত্রী। তড়িঘড়ি তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাথায় সেলাই দেওয়া হয়। একজনের সিটি স্ক্যান করতে বলেছেন চিকিৎসকরা। এই ঘটনার আকস্মিকতায় ক্লাসের অন্য ছাত্রীরাও ভয় পেয়ে যায়।কয়েকজন অসুস্থ বোধ করে। তাদের ছুটি দিয়ে দেওয়া হয়। ইলেকট্রিশিয়ান ডেকে বিদ্যালয়ের বাকি শ্রেণিকক্ষের ফিলিং ফ্যান গুলি ঠিক আছে নাকি তা দেখা হয়। স্কুলের শিক্ষিকা গৌরী মন্ডল বলেন,তখন ইংরেজি ক্লাস নিচ্ছিলাম। ছাত্রীরা মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে পরে ছাত্রীদের মাথার উপর।দুটি ছাত্রী আহত হয়।স্কুলের পাশেই একজন চিকিৎসক থাকেন। তাকে ডেকে এনে ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়।পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। ঘটনায় ক্লাসের অন্য ছাত্রীরা ভয় পেয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষিকা নিবেদিতা হাটি বলেন,সিলিং ফ্যান মাথায় পরে দুটি ছাত্রী ভালো রকম আহত হয়েছে। আমারা অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে যাই।ওদের চিকিৎসার দায়িত্ব স্কুল থেকে নেওয়া হয়েছে। সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে একশ সিলিং ফ্যান আছে। ইলেকট্রিশিয়ান দিয়ে সব ফ্যান পরীক্ষা করা হবে। ছাত্রীদের আশ্বস্ত করতে চাই তারা নিরাপদে স্কুল ঘরে যাতে ক্লাস করতে পারে।