Panchayat Election 2023: ভোটের আগেই বাম ঐক্যে ফাটল!
পূর্ব বর্ধমান জেলাতে সবার আগে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। সিপিআইএমের নেতারা বাম ঐক্যের কথা বলেছিলেন। কিন্তু দেখা মিলল অন্য চিত্র। খন্ডঘোষ ব্লকের ১২৭ নং বুথ, নিশ্চিতপুর গ্রাম। এখানে মুখোমুখি লড়ছে বামফ্রন্টের দুই শরিক।
পূর্ব বর্ধমান জেলাতে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে সবার আগে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা।বড় মুখ করে সিপিএমের নেতারা বাম ঐক্যের কথা বলেছিলেন। কিন্তু তা সত্যেও কোথাও কোথাও ফাঁক থেকে গেছে৷ এমনই এক ঘটনা খন্ডঘোষ ব্লকের ১২৭ নং বুথ, নিশ্চিতপুর গ্রামে। এখানে মুখোমুখি লড়ছেন বামফ্রন্টের দুই শরিক। এখানে যেমন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আছেন তেমনি রয়েছেন সিপিএমের প্রার্থী। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শেখ জামালউদ্দিন। অন্যদিকে সিপিএমের প্রার্থী শেখ ইমাম হোসেন।এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ নাজির হোসেন। পাশের ১২৬ নং বুথে সমঝোতা হলেও এখানে যুযুধান দুই শরিক।
কিন্তু কেন এমন হল? ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শেখ জামালউদ্দিনের বক্তব্য কিছুদিন আগে সিপিএমের রাজ্য নেতা অমল হালদার কথা দিয়ে গিয়েছিলেন এই আসনে ফরওয়ার্ড ব্লকেরই প্রার্থী থাকবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে সিপিএম সেই কথা রাখেনি। তার অভিযোগ সিপিএমের এরিয়া কমিটির নেতা বিশ্বরূপ হাজরার বিরুদ্ধে। তার আরও অভিযোগ সিপিএমের প্রার্থী আসলে তৃণমূল কংগ্রেসের লোক। এই আসনে ফরওয়ার্ড ব্লকের শক্তি চিরকাল বেশি। তাই তলায় তলায় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করার খেলা চলছে।
এই প্রসঙ্গে সিপিএমের জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষ জানান, ‘ ওখানে একটা ভুল হয়ে গেছে।অনেক পরে আমাদের নজরে আসে।সময় পেরিয়ে যাওয়ায় নাম তোলা যায়নি। চোরেদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ। যেখানে যে শক্তিশালী মানুষ তাকেই বেছে নেবেন। নিশ্চিন্তপুরেও তার ব্যতিক্রম হবে না।’