Bankura Dengue News: ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ইউনিট
ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাঁকুড়া জেলায়। ডেঙ্গি মোকাবিলায় এবার বিশেষ ইউনিট চালু করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। আলাদা করে বেড বরাদ্দ করা না হলেও পৃথক চিকিৎসক ইউনিট বরাদ্দ করা হয়েছে।
ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাঁকুড়া জেলায়। ডেঙ্গি মোকাবিলায় এবার বিশেষ ইউনিট চালু করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। আলাদা করে বেড বরাদ্দ করা না হলেও পৃথক চিকিৎসক ইউনিট বরাদ্দ করা হয়েছে। মজুত রাখা হচ্ছে সমস্ত চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ। বাঁকুড়া জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫০ ছাড়িয়েছে। বাঁকুড়া শহরেই আক্রান্তের সংখ্যা ১৪। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের। বাঁকুড়া সহ আশপাশের জেলাগুলির ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজও। ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের চিকিৎসককে নিয়ে একটি বিশেষ মেডিক্যাল ইউনিট তৈরী করা হয়েছে। ডেঙ্গি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্লেটলেট মজুত করা হয়েছে। মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়েছে ডেঙ্গি মোকাবিলার জন্য সবরকম প্রস্তুতি রাখা হয়েছে।