Dhupguri Snake: সাপ নিয়ে হাসপাতালে!

Dhupguri Snake: সাপ নিয়ে হাসপাতালে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 5:47 PM

বর্ষা নামতেই বাড়ছে সাপের উপদ্রব। সাপের কামড়ে অসুস্থ এক কিশোরী। সাপ চিনতে না পারে সটাং সাপ নিয়েই হাসপাতালে হাজির রোগী । তা দেখে চোখ কপালে কর্তব্যরত চিকিৎসকের।হলুস্থুল কান্ড ধূপগুড়ি হাসপাতালে।

বর্ষা নামতেই বাড়ছে সাপের উপদ্রব। সাপের কামড়ে অসুস্থ এক কিশোরী। সাপ চিনতে না পারে সটাং সাপ নিয়েই হাসপাতালে হাজির রোগী । তা দেখে চোখ কপালে কর্তব্যরত চিকিৎসকের।হলুস্থুল কান্ড ধূপগুড়ি হাসপাতালে। সাপ সহ রোগীকে দেখতে পেয়ে হুলুস্থুল পড়ে যায় অন্যান্য রোগী ও তার আত্মীয়দের মধ্যে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ধূপগুড়ি ভেমটিয়া এলাকায়। সোহানা পারভীন নামে এক কিশোরীকে সাপে কামড় দেয়। রাতের বেলা পাশেই কাকুর বাড়ি যাচ্ছিল। তার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকেরা ।ছুটে আসে তার কাকু মতিবুল হক। খোজাখুজির পর দেখতে পান একটি গোখরা সাপের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পরে বাড়ির লোকেদের মধ্যে। এর পর সাপের বাচ্চা টিকে লাঠির সাহায্যে ধরে বোতল বন্দি করে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। কারণ তারা চিনতে পারছিলেন না আসলে কি সাপ কামড়েছে । হাসপাতালে সাপ নিয়ে পৌঁছাতেই কর্তব্যরত চিকিৎসকের চোখ কপালে উঠে যায়।