Savings Scheme: মাসে ৫ হাজার টাকা জমিয়ে ১০ লাখ টাকার মালিক হোন
বেতন থেকে টাকা সাশ্রয়ের জন্য ৫০-৩০-২০ নিয়মে চলা উচিত। ধরুন, আপনি মাসে ২৫ হাজার টাকা। তাহলে আপনার বেতনের ৫০ শতাংশ সাংসারিক খরচের জন্য ব্যয় করুন। বাকি ৫০ শতাংশ টাকা অর্থ সঞ্চয় ও নিজের শখপূরণের জন্য় খরচ করুন
মধ্যবিত্ত শ্রেণির সবথেকে বড় সমস্যা হল তারা টাকা জমাতে পারেন না। যদি আপনার বেতন ১২ হাজার টাকাও হয়, তারপরও আপনি বেশ কিছুটা অর্থ সাশ্রয় করতে পারেন। এরজন্য প্রয়োজন সঠিক আর্থিক পরিকল্পনার। বেতন থেকে টাকা সাশ্রয়ের জন্য ৫০-৩০-২০ নিয়মে চলা উচিত। ধরুন, আপনি মাসে ২৫ হাজার টাকা। তাহলে আপনার বেতনের ৫০ শতাংশ সাংসারিক খরচের জন্য ব্যয় করুন। বাকি ৫০ শতাংশ টাকা অর্থ সঞ্চয় ও নিজের শখপূরণের জন্য় খরচ করুন। এরমধ্যে ৩০ শতাংশ বেতন খরচ করুন নিজেদের শখ পূরণের জন্য়। বাকি ২০ শতাংশ অর্থাৎ ৫ হাজার টাকা আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। অল্প টাকা জমিয়েই কীভাবে ভাল রিটার্ন পাবেন? যদি আপনি এসআইপি-তে ৫হাজার টাকা করে বিনিয়োগ করেন,তবে ১২ শতাংশ হারে রিটার্ন পাবেন আপনি। অনেক সময় এই রিটার্নের অঙ্ক ১৪ থেকে ১৫ শতাংশও হয়ে যায়। যদি ১০ বছর টাকা জমান,তবে আপনার জমা অর্থের অঙ্ক ১১ লক্ষ টাকা পার করবে। সেই টাকা যদি আপনি আরও ১৫ বছরের জন্য বিনিয়োগ করলে, জমা অর্থের অঙ্ক ২৫.২ লক্ষ টাকায় বেড়ে দাঁড়াবে।