Beer in Summer: গরমে বিয়ারে চুমুক! বাড়বে বিপদ

Beer in Summer: গরমে বিয়ারে চুমুক! বাড়বে বিপদ

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Apr 23, 2023 | 4:43 PM

Chilled Beer Effect: এই গরম থেকে রেহাই পেতে অনেকেই অফিস ফেরত অনেকেই বিয়ারে গলা ভেজাচ্ছেন। গরমে শান্তির খোঁজ পেতেই কর্মব্যস্তদের প্রথম পছন্দ চিলড বিয়ার। গরমে শান্তি মিললেও এই অভ্যাস আদৌ স্বাস্থ্যকর নয়,এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

এই গরম থেকে রেহাই পেতে অনেকেই অফিস ফেরত অনেকেই বিয়ারে গলা ভেজাচ্ছেন। গরমে শান্তির খোঁজ পেতেই কর্মব্যস্তদের প্রথম পছন্দ চিলড বিয়ার। গরমে শান্তি মিললেও এই অভ্যাস আদৌ স্বাস্থ্যকর নয়,এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিয়ারের মধ্যে ৬% অ্যালকোহল থাকে, যা শরীরকে ভিতর থেকে শুষ্ক করে দেয়। গরমে এমনিই শরীরের অতিরিক্ত জল বেরিয়ে যায়। এরপর শরীর যদি ভিতর থেকে শুষ্ক হয়ে যায় তাহলে বিপদ। এছাড়াও বিয়ার খেলে অতিরিক্ত প্রস্রাব হয়। এতে শরীর থেকে প্রয়োজনীয় খনিজ বেরিয়ে যায় এবং লিভারের উপর চাপ পড়ে। বিয়ার খেলে অতিরিক্ত ঘাম হয়। ফলে শরীর ক্লান্ত লাগা,পেশীতে টান ধরা,মাথা ঘোরা,ডায়াবেটিস,হাই ব্লাড প্রেসার,লিভার,কিডনির সমস্যার সম্ভাবনা বাড়ে। যাঁদের হার্টের সমস্যা রয়েছে তাদের গরমে বিয়ার খাওয়া একেবারেই ঠিক নয়। গরম লাগছে বলে খালি পেটে বিয়ার খাবেন না। এতে হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়ে। খালি পেটে বিয়ার খেলে অ্যালকোহল দ্রুত রক্তে মিশে যায়।