Affordable Air Conditioner: ১,২২৫ টাকায়, ঘর  ঠান্ডা করবে এই এসি!

Affordable Air Conditioner: ১,২২৫ টাকায়, ঘর ঠান্ডা করবে এই এসি!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 24, 2023 | 4:16 PM

Mini AC: সারাদিন যেভাবে লু বইছে ,তাতে বাইরে বেরনোই মুশকিল হয়ে পড়েছে। কিন্তু অনেকেই এসি কিনতে পারেন না খরচার কথা ভেবে। এবার সেই সমাধান দেওয়া হবে আপনাকে। মাত্র ১,২২৫ টাকা টাকা খরচ করেই, আপনি একটি মিনি এসি কিনে আনতে পারবেন।

সারাদিন যেভাবে লু বইছে ,তাতে বাইরে বেরনোই মুশকিল হয়ে পড়েছে। কিন্তু অনেকেই এসি কিনতে পারেন না খরচার কথা ভেবে। এবার সেই সমাধান দেওয়া হবে আপনাকে। মাত্র ১,২২৫ টাকা টাকা খরচ করেই, আপনি একটি মিনি এসি কিনে আনতে পারবেন। Amazon-এ আপনি এই Mini Arctic Ultra Air Cooler কিনতে পারেন। এটি ল্যাপটপ বা পাওয়ার ব্যাঙ্কের ইউএসবি-তে কানেক্ট করেই অপারেট করা যায়। এর জন্য আপনাকে কোনও আলাদা কানেকশনের লাইন করতে হবে না। এটি চালাতে মাত্র ৮ ওয়াট শক্তি লাগে এবং এর ওজন মাত্র ৯০০ গ্রাম। এই মিনি এসিতে একটি ফ্যান লাগানো আছে। আর ফ্যানের স্পিড বাড়ানো কমানো যেতে পারে। কোনার আগে জেনে নিন আপনাকে এর ট্যাঙ্কে জল ঢালতে হবে। কোনও রকম ঠান্ডা জলের প্রয়োজন নেই। এতে জল ঢাললে বিনিময়ে এটি আপনাকে ঠান্ডা হাওয়া দেবে। কিছুক্ষণের মধ্য়েই আপনার ঘরকে হিমের মতো ঠান্ডা করবে। আপনি যখন যে ঘরে থাকবেন, সেই ঘরে এই মিনি এসিতে নিয়ে যাতে পারবেন। একবার তার ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে, এটি ৮ ঘন্টা ঠান্ডা হাওয়া দিতে পারে। Mini Arctic Ultra Air Cooler-এর দাম Amazon-এ ১,২২৫ টাকা। আপনি যদি HSBC ব্যাঙ্কের মাধ্যমে কেনেন, তাহলে প্রায় ৬১ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই AC-তে ফ্রি ডেলিভারি এবং ১০ দিনের রিটার্ন পলিসিও দেওয়া হচ্ছে।

Published on: Apr 23, 2023 04:34 PM