Memari: নির্দলে বাড়িতে বিজেপির বোমা!
BJP: যদিও হুমকি দেওয়া ও বোমা মারার অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবী নিজেরাই বোমা ছুড়ে অন্যের নামে দোষ চাপাচ্ছে। জয়ী প্রার্থী হরিদাস মন্ডলের দাবি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।
এবারে নির্দল প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির পারিজাতনগরে।
এই এলাকার মেমারির পারিজাতনগরে নিমোর একটি আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মণিকা বৈরাগ্য। তার বাড়িতে বোমা মারা হয়।
নির্দল প্রার্থীর স্বামীর আরও অভিযোগ, নিমো ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৪১ নং বুথে বিজেপি জেতার পর থেকেই হুমকি দিচ্ছে এবং হার চুরির অপবাদ দিচ্ছে।গতকালও হুমকি দেয়।তারপরই গতকাল রাতে তার বাড়ি লক্ষ্য করে বোম ছোড়ে বলে অভিযোগ।
নির্দল প্রার্থী মণিকা বৈরাগ্য জানান, বুধবার ভোররাতে তাদের বাড়িতে কয়েকটি বোমা মারা হয়। পুলিশ এসেছিল।
নির্দল প্রার্থীর স্বামী বাসুদেব বৈরাগী জানান, বোমা মারার পর থেকে তারা খুব আতঙ্কে আছেন। ভোটের আগে তারা নাম তুলে নিতে চেয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় তা সম্ভব হয় নি। ভোটের পর থেকে তাদের নানাভাবে হুমকি দেওয়া হয়। একটি হারিয়ে যাওয়া গহনার দাম দেওয়া নিয়ে চাপ দেওয়া হয়। তারা সাধারণ মানুষ। এই ভীতির পরিবেশের অবসান চান তারা।
যদিও হুমকি দেওয়া ও বোমা মারার অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবী নিজেরাই বোমা ছুড়ে অন্যের নামে দোষ চাপাচ্ছে। জয়ী প্রার্থী হরিদাস মন্ডলের দাবি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে৷ এটা তারই জের। বিজেপি ওখানে জেতায় বদনাম করা হচ্ছে।।