Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: প্রত্যেক বাঙালি আগে হিন্দু, তারপর বাঙালি: দিলীপ ঘোষ

Dilip Ghosh: প্রত্যেক বাঙালি আগে হিন্দু, তারপর বাঙালি: দিলীপ ঘোষ

Debabrata Sarkar

| Edited By: Soumya Saha

Updated on: May 21, 2024 | 5:49 PM

BJP Leader Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, "ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন। কারণ সামনেই ওনার পতন এসে গিয়েছে। প্রথম ফেজ ভোট থেকে মমতা হারতে শুরু করেছেন। আমরা ৩০ সিটের দিকে এগোচ্ছি। দিদিমণি ২৫ থেকে নেমে ১৫ হয়েছেন। আর কত নামবেন জানিনা।"

নির্বাচনী প্রচারে গিয়ে সাধু সন্ন্যাসী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের ঝড় শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “প্রত্যেক বাঙালি আগে হিন্দু, তারপর সে বাঙালি।” মেদিনীপুরের একটি চা চক্রে যোগ দিয়ে তৃণমূল সুপ্রিমোকে ‘অলআউট’ আক্রমণ করার পথেই হাঁটেন।

তিনি বলেন, “ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন। কারণ সামনেই ওনার পতন এসে গিয়েছে। প্রথম ফেজ ভোট থেকে মমতা হারতে শুরু করেছেন। আমরা ৩০ সিটের দিকে এগোচ্ছি। দিদিমণি ২৫ থেকে নেমে ১৫ হয়েছেন। আর কত নামবেন জানিনা। সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে। প্রত্যেক ফেজে ওনার কথাবার্তা দেখলেই বোঝা যাচ্ছে এতে ওনার টেনশন বাড়ছে। আগে আমাদের শীর্ষ নেতৃত্বকে গালাগাল দিচ্ছিলেন, তারও আগে ওনার দলের নেতাকর্মীরা রাজ্যপাল রাষ্ট্রপতিকে গালাগালি দিয়েছেন।” এখানেই শেষ নয়, আরও সংযোজন করে বলেন, “উনি এর আগে ইভিএমকে গালাগালি দিয়েছেন। এবার আমাদের যে শান্তির জায়গা সেই ধর্ম প্রতিষ্ঠানগুলিকে এবং সাধু সন্ন্যাসীদেরকে অপমান করছেন। কারণ ভগবান এটা তার মুখ দিয়ে বলাচ্ছে। উনার পতন এসে গিয়েছে। এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।”

এরপরেও থেমে থাকেননি দিলীপ ঘোষ। তাঁর মুখে আবার মারার নিদান। বলেন, “ভোটে সমস্ত কিছুর প্রতিফলন হবে। তারপর আমরা তাড়া করে করে এদের মারবো।”

Published on: May 21, 2024 04:31 PM