Panchayat Board Bankura: বামের সমর্থনে বোর্ড গড়ল বিজেপি, ‘রাম-বাম’ তত্ত্ব তৃণমূলের মুখে

Bankura: বৃহস্পতিবার সেই গ্রামপঞ্চায়েতে বোর্ড গঠনের সময় সিপিএমের একমাত্র পঞ্চায়েত সদস্য বিজেপিকে সমর্থন করায় ওই পঞ্চায়েতে  সংখ্যাগরিষ্ঠ  হয়ে বোর্ড গঠন করে বিজেপি।

Panchayat Board Bankura: বামের সমর্থনে বোর্ড গড়ল বিজেপি, 'রাম-বাম' তত্ত্ব তৃণমূলের মুখে
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 9:11 PM

এবার বাঁকুড়াতেও গঠিত হল বাম-রামের গ্রাম পঞ্চায়েত। বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রামপঞ্চায়েত। শাসকদলের দাবি, ‘রাম-বাম’ জোটের বোর্ড হয়েছে। বামের সমর্থনে বোর্ড গড়েছে বিজেপি। যদিও বিরোধীদের দাবি, এ পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত হয়েছে। বাঁকুড়ার বৃন্দাবনপুর গ্রামপঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১১টি। এর মধ্যে তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই ৫টি করে আসনে জিতেছে। ১টি আসনে জয়ী হয় সিপিএমের প্রার্থী। ফলে এই গ্রামপঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে পড়ে।

বৃহস্পতিবার সেই গ্রামপঞ্চায়েতে বোর্ড গঠনের সময় সিপিএমের একমাত্র পঞ্চায়েত সদস্য বিজেপিকে সমর্থন করায় ওই পঞ্চায়েতে  সংখ্যাগরিষ্ঠ  হয়ে বোর্ড গঠন করে বিজেপি। বিজেপির দাবি, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে বৃন্দাবনপুরে জনগণের বোর্ড গঠন হয়েছে। একই দাবি করেছে সিপিএমও। তৃণমূলের কটাক্ষ, বাম রাম জোটের প্রতিফলন এই বোর্ড।

গ্রামপঞ্চায়েতের নব নির্বাচিত প্রধান মনসারাম বাউরি বলেন, “মানুষের রায়ে আমরা বোর্ড গড়লাম।” অন্যদিকে সিপিএমের জয়ী সদস্য পরেশ লোহারের বক্তব্য, “সিপিএমে ছিলাম, সিপিএমে থাকব। দুর্নীতিবাজদের তাড়াতে জনগণের বোর্ড গঠন হয়েছে। এখানে কোনও দলকে সমর্থনের কিছু নেই। মানুষের বোর্ডকে সমর্থন করেছি।”

Follow Us: