BJP News: 'বিডিওদের দেখলে রাস্তায় থুতু ফেলবে মানুষ'

BJP News: ‘বিডিওদের দেখলে রাস্তায় থুতু ফেলবে মানুষ’

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 21, 2023 | 5:50 PM

রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও ডেপুটেশনের ডাক দিয়েছিল বিজেপি। সেই মতোই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার সমস্ত বিডিও অফিসে, সাড়ে এগারোটা নাগাদ ডেপুটেশন দিতে আসে বিজেপির নেতাকর্মীরা। বিজেপি নেতাকর্মীদের বক্তব্য ছিল ঝাঁঝালো। তীব্রভাবে বিডিও থেকে শুরু করে পুলিশকে কটাক্ষ করেছে বিজেপি নেতাকর্মীরা।

বিডিওদের দেখলে রাস্তায় থুতু ফেলবে মানুষ, বিডিও রা কুলাঙ্গার, বিডি অফিসে বিক্ষোভ ডেপুটেশনে এমনই বললেন বিজেপি নেতারা। রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও ডেপুটেশনের ডাক দিয়েছিল বিজেপি, সেই মতোই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার সমস্ত বিডিও অফিসে, সাড়ে এগারোটা নাগাদ ডেপুটেশন দিতে আসে বিজেপির নেতাকর্মীরা, মোটের উপর শান্তিপূর্ণ ডেপুটেশন হলেও, বিজেপি নেতাকর্মীদের বক্তব্য ছিল ঝাঁঝালো, তীব্রভাবে বিডিও থেকে শুরু করে পুলিশকে কটাক্ষ করেছে বিজেপি নেতাকর্মীরা। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর সমস্ত জায়গায় একই, ছবি লক্ষ্য করা গেল। ঘাটাল ব্লকে বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে বিডিও অফিসের, হাতে কালো গোলাপ মিষ্টি নিয়ে প্রবেশ করেন বিজেপি বিধায়ক শীতল কপাট। অপরদিকে চন্দ্রকোনার ১ ব্লকের বিডিও অফিসে বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির নেতা রামকুমার দে তীব্রভাবে কটাক্ষ করেন ব্লকের বিডিও থেকে শুরু করে পুলিশকে। বিডিওদের দেখলে রাস্তায় থুতু ফেলবে মানুষ এমনই বলেন তিনি। এমনকি বিডিও দের কুলাঙ্গারও বলেন তিনি।