Panchayat Violence News: সাহস নিয়ে বাড়ি ফিরছে বিজেপি!

Panchayat Violence News: সাহস নিয়ে বাড়ি ফিরছে বিজেপি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 25, 2023 | 6:21 PM

Balurghat BJP news: দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে ছিলেন। জেলা কার্যালয়ে তাদের থাকা ও খাওয়ার সব রকম ব্যবস্থাও করা হয়েছিল।

ভোট পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকরা ছাড়ছেন বালুরঘাটের বিজেপির জেলা কার্যালয়৷ ভয়ভীতি কাজ করলেও বিজেপি কর্মীরা মনে একরম সাহস নিয়েই বাড়ি ফিরছেন। ভোটের পর একটা সময় বালুরঘাটে বিজেপির জেলার কার্যালয়ে একশোর বেশি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছিলেন৷ বর্তমানে হাতে গোণা কয়েকজন রয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলাতে ভোট পরবর্তী হিংসার কারণে প্রাণ বাঁচাতে বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছিল বিজেপি নেতা কর্মীরা। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে ছিলেন। জেলা কার্যালয়ে তাদের থাকা ও খাওয়ার সব রকম ব্যবস্থাও করা হয়েছিল। এদিকে দিন দিন এই সংখ্যাটা কমে যাচ্ছে। মনে সাহস নিয়েই বাড়িতে ফিরছেন বিজেপি কর্মীরা।

গতকাল অবধি প্রায় ২০-২৫ জন কর্মী ছিলেন। এর মধ্যে বিকেল থেকে রাত পর্যন্ত ২০ জনের বেশি চলে গেছেন। বর্তমানে ৩ জন রয়েছেন জেলা কার্যালয়ে।

যে সমস্ত মানুষরা এলাকা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন তারা মূলত কৃষিকাজ ও দিনমজুরি করে সংসার চালান। কতদিন আর এইভাবে পার্টি অফিসে আশ্রয়ী হয়ে থাকবেন। বাড়িতে গবাদি পশু রয়েছে, কারো বা রয়েছে জমি। আমন ধান রোপনের সময়। পাড়া-প্রতিবেশীর ওপর ভরসা করেই সেগুলো ছেড়ে এসেছিলেন। কিন্তু আর কতদিন এইভাবে বাইরে থাকবেন। তাই মনে সাহস নিয়ে নিরুপায় হয়ে বাড়ি ফিরছেন ঘরছাড়া বিজেপির কর্মী সমর্থকেরা।

এদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায়, তার ভয়-ভীতি এখনো কমেনি। জেলা বিজেপি কার্যালয়ে তারা ছিলেন এবং তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যারা এত দিন ধরে বাইরে রয়েছেন তারা মূলত কৃষি কাজ করে। তাদের সংসার সেই কৃষি কাজ ও দিন মজুরির ওপর নির্ভর করে চলে। তাই মনে সাহস ও বিশ্বাস নিয়ে ফিরছেন বাড়িতে। বাড়িতে ফেরার পর কোন প্রকার অসুবিধা হলে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে রয়েছে। এবং তাদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। এই আশ্বাসে তারা বাড়ি ফিরছেন।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকী বলেন, বিজেপির কেউ ঘর ছাড়া ছিল না। বিজেপি সম্পূর্ণ নাটক করছে। কিছু কর্মী এসেছিলেন দলীয় বিষয়ে কথা বলার জন্য। আমরা তৃণমূল পক্ষ থেকে সকলকে জানাতে চাই কেউ যদি কোন বিভ্রান্ত বা সমস্যার মুখে পড়েন তাহলে আমাদের সাহায্য চাইলে বা যোগাযোগ করলে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াব। বাড়িতে শান্তিপূর্ণ ভাবে থাকবার ব্যবস্থা করব।