South 24 Parganas Accident Death News: মৃত্যু বোনের, আহত দাদা
দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর। দুর্ঘটনায় গুরুতর জখম মৃত ছাত্রীর দাদাও। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর। দুর্ঘটনায় গুরুতর জখম মৃত ছাত্রীর দাদাও। আজ বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে। মৃত ছাত্রী ১১ বছরের জবা দাস স্থানীয় ধনেশ্বর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। জখম দাদা দয়ালহরি দাসও পঞ্চম শ্রেণীর পড়ুয়া। তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। এদিন একটি সাইকেলে চেপে স্থানীয় আইসিডিএস সেন্টার থেকে বোনের জন্য মিড ডে মিল নিয়ে বাড়ি ফিরছিল জবা ও দয়ালহরি। ফেরার পথে পেছন থেকে আসা বকখালি রুটের যাত্রীবাহী বাস সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে দুজনেই ছিটকে পড়ে। দুই ভাই বোন ঘাতক বাসের তলায় দীর্ঘক্ষণ আটকে পড়ে। আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে থাকে দুজন। পরে জেসিবি এনে উদ্ধার করা হয়। দুজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ফ্রেজারগঞ্জ হাসপাতালে। জবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দয়ালহরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ড হারবার রেফার করা হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।