Twitter Blue Tick: বিনা খরচেই মিলবে ট্যুইটারে ব্লু টিক

Twitter Blue Tick: বিনা খরচেই মিলবে ট্যুইটারে ব্লু টিক

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 25, 2023 | 8:49 PM

ব্লু টিক পেতে মাসে মাসে মোটা টাকা গোনার শর্ত রেখেছেন টুইটারের সিইও এলন মাস্ক। অনাদায়ে টুইটার অ্য়াকাউন্ট থেকে উধাও ব্লু টিক। কিন্তু আচমকাই আবার বেশ কিছু অ্যাকাউন্টে ব্লু টিক ফিরে এসেছে।

ব্লু টিক পেতে মাসে মাসে মোটা টাকা গোনার শর্ত রেখেছেন টুইটারের সিইও এলন মাস্ক। অনাদায়ে টুইটার অ্য়াকাউন্ট থেকে উধাও ব্লু টিক। কিন্তু আচমকাই আবার বেশ কিছু অ্যাকাউন্টে ব্লু টিক ফিরে এসেছে। টাকা ছাড়াই ব্লু টিক ফিরেছে। গত শুক্রবার থেকে ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টও ব্লু টিক হারিয়েছিল। এর মধ্যে যেমন রয়েছে একাধিক সেলিব্রেটির অ্যাকাউন্ট,তেমনই রয়েছে একাধিক সংস্থার অ্যাকাউন্টও। মাসে মাসে টাকা না দিলে টুইটার সংস্থা আর ব্লু টিক দেবে না। এর মধ্যেই দেখা যায় একাধিক তারকা,রাজনীতিবিদের অ্যাকাউন্টে ফের ব্লু টিক ফিরেছে। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান,আলিয়া ভাটের মতো তারকারা। তেমনই রয়েছেন বিরাট কোহলির মতো ক্রিকেটারও। কিন্তু কীভাবে ফিরল ব্লু টিক? তবে কি তাঁরা টাকা দিতে শুরু করেছেন? যাঁদের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ১০ লক্ষের বেশি,তাদের ব্লু টিক ফেরাচ্ছে সংস্থা। যদিও এ প্রসঙ্গে এলন মাস্কের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সূত্রের খবর,টুইটারের জনপ্রিয়তা ধরে রাখতেই নীতিতে সামান্য বদল আনছেন ধনকুবের এলন মাস্ক।