Bollywood Gossips: দেবদাস ফিল্মে পার্বতী ঐশ্বর্য রাই, এতেই চটে লাল হন করিনা কাপুর, কী হয়েছিল?

Bollywood Gossips: দেবদাস ফিল্মে পার্বতী ঐশ্বর্য রাই, এতেই চটে লাল হন করিনা কাপুর, কী হয়েছিল?

Nandan Paul

|

Updated on: Dec 11, 2023 | 2:44 PM

Kareena Kapoor Controversy: সুপারহিট ফিল্ম 'দেবদাস'। সেই ফিল্ম জন্ম দিয়েছিল এক বিতর্কের। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সঞ্জয় লীলা ভনসালী ও করিনা কাপুর।কী বিতর্ক হয়েছিল?

সুপারহিট ফিল্ম ‘দেবদাস'(Devdas)। সেই ফিল্ম জন্ম দিয়েছিল এক বিতর্কের। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সঞ্জয় লীলা ভনসালী (Sanjay Leela Bhanshali) ও করিনা কাপুর (Kareena Kapoor) ।কী বিতর্ক হয়েছিল? দেবদাস ছবিতে পার্বতীর চরিত্রে অভিনয়ের কথা ছিল করিনা কাপুরের। সেই চরিত্রে অভিনয় করেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। এই ছবিকে নিয়ে তিক্ততা তৈরি হয় পরিচালক ও করিনা কাপুরের মধ্যে। লুক টেস্ট, অগ্রিম নেওয়া সবই হয়ে যায়। তারপর ছবি থেকে হঠাৎ বাদ পড়েন করিনা।

ভনসালীর ওপরে ক্ষিপ্ত হয়ে পড়েন করিনা। কেন এমন হল? ভনসালী জানান তিনি প্রমাণ পান করিনার এক ভয়েস রেকর্ডিং। সেই রেকর্ডিংয়ে করিনা বলেছিলেন -ভনসালী ছবি বানাতে পারেন না। এতেই তিক্ততার সূত্রপাত করিনা ভনসালীর। পরে সেই বরফ কিছুটা গললেইও এখনও করিনা ভনসালীর ছবিতে কাজ করেননি। দেবদাসের চরিত্রে শাহরুখ খান(Shahrukh Khan) , চন্দ্রমুখী মাধুরী দীক্ষিত,চুনিবাবুর চরিত্রে ছিলেন জ্যাকি স্রফ(Jackie Shroff)।