Naseeruddin On Anupam Kher: অনুপম খেরকে ক্লাউন বলে আক্রমণ নাসিরুদ্দিন শাহের

Naseeruddin On Anupam Kher: অনুপম খেরকে ক্লাউন বলে আক্রমণ নাসিরুদ্দিন শাহের

TV9 Bangla Digital

| Edited By: প্রীতম দে

Updated on: Dec 11, 2023 | 4:26 PM

নাসিরউদ্দিন শাহ ও অনুপম খের বাণিজ্যিক ও প্যারালাল সিনেমার কিংবদন্তী। বহু ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। দুই তারকার মধ্যে সমস্যা হয় বছর খানেক আগে। 'দ্যা কাশ্মীর ফাইলস' নিয়ে অকপট কথা বলে তীব্রভাবে কটাক্ষের শিকার হন নাসিরউদ্দিন। নাসির অনুপমকে ক্লাউন বলেন। বলেন অনুপম বড্ড বেশি কথা বলেন। নাসির বলেন এনএফডি ও এফটিআইআইয়ে তাঁর সমসাময়িকরা এটা সমর্থন করবেন। নাসির বলেন অনুপমের রক্তে আছে এই বিষয়। আ ওয়েডনেস ডে ছবিতে দুই কিংবদন্তী একসঙ্গে কাজ করেন। উত্তরে অনুপম বলেন নাসিরউদ্দিন শাহ সারা জীবন হতাশায় কাটিয়েছেন। এখনও হতাশা কাটাতে পারেননি। তিনি অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, রাজেশ খান্না, শাহরুখ খান ও বিরাট কোহলির সমালোচনা করেন। কেউ নাসিরউদ্দিনের মন্তব্যকে গুরুত্ব দেয় না। অনুপম বলেন তাঁর রক্তে আছে হিন্দুস্তান।

অনুপম খেরকে হঠাৎ ক্লাউন বলে আক্রমণ নাসিরুদ্দিন শাহের। পাল্টা দিলেন অনুপম খের। দুই বর্ষীয়াল বলিউড অভিনেতা হঠাৎ সম্মুখসমরে কেন?নাসিরউদ্দিন শাহ ও অনুপম খের বাণিজ্যিক ও প্যারালাল সিনেমার কিংবদন্তী। বহু ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। দুই তারকার মধ্যে সমস্যা হয় বছর খানেক আগে। ‘দ্যা কাশ্মীর ফাইলস’ নিয়ে অকপট কথা বলে তীব্রভাবে কটাক্ষের শিকার হন নাসিরউদ্দিন। নাসির অনুপমকে ক্লাউন বলেন। বলেন অনুপম বড্ড বেশি কথা বলেন। নাসির বলেন এনএফডি ও এফটিআইআইয়ে তাঁর সমসাময়িকরা এটা সমর্থন করবেন। নাসির বলেন অনুপমের রক্তে আছে এই বিষয়। আ ওয়েডনেস ডে ছবিতে দুই কিংবদন্তী একসঙ্গে কাজ করেন। উত্তরে অনুপম বলেন নাসিরউদ্দিন শাহ সারা জীবন হতাশায় কাটিয়েছেন। এখনও হতাশা কাটাতে পারেননি। তিনি অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, রাজেশ খান্না, শাহরুখ খান ও বিরাট কোহলির সমালোচনা করেন। কেউ নাসিরউদ্দিনের মন্তব্যকে গুরুত্ব দেয় না। অনুপম বলেন তাঁর রক্তে আছে হিন্দুস্তান।