Bonny and Koushani’s Chemistry: ২০২৪ নয়, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়...

Bonny and Koushani’s Chemistry: ২০২৪ নয়, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়…

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: May 23, 2024 | 8:16 PM

Bonny and Koushani’s Marriage: ২০২৪ নয়, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। তেমনই ইচ্ছে বলে জানালেন তাঁরা। তবে দেশে নয়, বিদেশেই বিয়ের ইচ্ছে তাঁদের। বললেন, আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হল বালি (ইন্দোনেশিয়া) অথবা থাইল্যান্ডের কো সামুই। দেখা যাক কী হয়!’

কেমন আছেন শাহরুখ?
শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি এবং অভিনেত্রী জুহি চাওলা জানালেন কেমন আছেন কিং খান। আহমেদাবাদে কেকেআর-এর ম্যাচ দেখতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সুপারস্টার। সেখানকারই এক হাসপাতালে তিনি চিকিৎসাধীন। জুহি এবং পূজা দু’জনেই জানিয়েছেন, এসআরকে এখন অনেকটাই ভাল আছেন। জুহির সংযোজন, “সুস্থ থাকলে আগামী রবিরার আইপিএলের ফাইনাল ম্যাচটিও দেখতে যাবেন তিনি।”

পাল্টে যাবে রাহার জীবন
আগামী দীপাবলিতেই নাকি পাল্টে যাবে তারকা-সন্তান রাহা কাপুরের জীবন। সে নাকি বাবা অভিনেতা রণবীর কাপুর এবং মা অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে থাকতে যাবে নতুন বাড়িতে। যে বাড়িটি মেরামত করা হচ্ছে অনেকদিন থেকে।

কোথায় জন্ম নেবে ক্যাটরিনার সন্তান?
কিছু দিন আগে ক্যাটরিনা কাইফের এক ভিডিয়ো ভাইরাল হ্য় আর সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জন জোরাল হয়। লন্ডনের রাস্তায় হাতে হাত রেখে ক্যাটরিনা ও ভিকি ঘুরে বেড়াচ্ছেন। আর সেই ভিডিয়োতেই দেখা যায়, ক্যাটরিনার ‘বেবিবাম্প’। সূত্র জানাচ্ছে, অভিনেত্রী মা হচ্ছেন। তবে ভারতে নয়, লন্ডনেই সন্তানের জন্ম দেবেন তিনি।

থমকে যায়নি ‘রামায়ণ’-এর শুটিং
কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রযোজকদের সঙ্গে বচসার কারণে নাকি ফের থমকে গিয়েছে ‘রামায়ণ’-এর শুটিং। গুজবকে ফুৎকারে উড়িয়েছেন ছবির শিল্পীরা। বলেছেন, “একটি দিনের জন্যেও শুটিং থমকায়নি। বরং জোরকদমে চলছে শুটিং।”

প্রতিবাদে সামিল আলিয়া
দীপিকা পাড়ুকোনের বেবিবাম্প ভুয়ো? নানাজনের কটাক্ষে যখন ভরে উঠছে নেটপাড়া ঠিক সেই সময়ই সরব হলেন আলিয়া ভাট। এক সাংবাদিক দীপিকাকে সাবাসি দিয়ে ট্রোলারদের উদ্দেশে বললেন, দীপিকা আপনাদের ফিটব্যাক চাননি, এই অবস্থাতেও নিজের গণতান্ত্রিক অধিকার ও কর্তব্যের কথা মাথায় রেখে বেরিয়েছেন। যে পোস্টটি লাইক করে সম্মতি জানিয়েছিলেন আলিয়া।

বিয়ে করছেন প্রভাস?
বিয়ের পিঁড়িতে কবে বসছেন প্রভাস? এই প্রশ্নের উত্তর খুঁজছেন ভক্তরা বহুদিন ধরেই। এবার রহস্যের সমাধান করলেন দক্ষিণী অভিনেতা। বিয়ে না করার কারণ জানিয়ে বললেন, ‘’আমি শীঘ্রই বিয়ে করছি না কারণ আমি আমার মহিলা ভক্তদের অনুভূতিতে আঘাত করতে চাই না।’

থাইল্যান্ডে বিয়ে বনি-কৌশানির?
২০২৪ নয়, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। তেমনই ইচ্ছে বলে জানালেন তাঁরা। তবে দেশে নয়, বিদেশেই বিয়ের ইচ্ছে তাঁদের। বললেন, আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হল বালি (ইন্দোনেশিয়া) অথবা থাইল্যান্ডের কো সামুই। দেখা যাক কী হয়!’

গোয়ায় হনিমুন
গোয়ায় হনিমুনে গিয়েছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কৌশাম্বী। আগুয়ারা ফোর্টে স্বামী-স্ত্রী প্রেমমাখা ছবি দেখে খুশি ভক্তরাও। গত ৯ মে বিয়ে করেন আদৃত ও কৌশাম্বী। বৌভাত মিটতেই দুজনেই পাড়ি দিয়েছেন একান্তযাপনে। ফিরে এসেই যে আবার সেই চেনা রুটিন।

সিরিয়ালের টিআরপি
গত সপ্তাহে প্রথমবার টিআরপি টপার হয়েছিল সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যের কথা। তবে চলতি সপ্তাহের ফলাফল আসতে দেখা গেল স্টার জলসার এই ধারাবাহিক ফের নেমে গেল টিআরপি তালিকার নীচে। আর টপারের পজিশন ফের দখলে নিয়ে নিল জি বাংলা। টিআরপি তালিকায় চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে নিম ফুলের মধু। ৬.৯ রেটিং পেয়েছে সৃজন আর পর্ণা। কথা নেমে এসেছে ৩ নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি।