Balurghat Stadium News: স্টেডিয়াম জুড়ে সিসিটিভি

Balurghat Stadium News: স্টেডিয়াম জুড়ে সিসিটিভি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 30, 2023 | 3:28 PM

দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বালুরঘাট স্টেডিয়ামে বসানো হলো সিসিটিভি। এই প্রথম সিসিটিভি বসল স্টেডিয়ামে। খেলার মাঠ থেকে গোটা স্টেডিয়াম চত্বরে সিসিটিভি লাগানো হয়েছে। এর ফলে খেলোয়াড়দের নিরাপত্তা আরো সুনিশ্চিত হবে।

দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বালুরঘাট স্টেডিয়ামে বসানো হলো সিসিটিভি। এই প্রথম সিসিটিভি বসল স্টেডিয়ামে। খেলার মাঠ থেকে গোটা স্টেডিয়াম চত্বরে সিসিটিভি লাগানো হয়েছে। এর ফলে খেলোয়াড়দের নিরাপত্তা আরো সুনিশ্চিত হবে। গোটা স্টেডিয়াম জুড়ে মোট ১৩ টি সিসিটিভি লাগানো হয়েছে। প্রয়োজনে আগামী দিনে আরও সিসিটিভি লাগানো হবে বলে জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

বর্তমানে স্কুল কলেজ থেকে বিভিন্ন সংস্থায় নিরাপত্তা কারণে সিসিটিভি লাগানো হয়। তবে এত দিন পর্যন্ত বালুরঘাট স্টেডিয়ামে কোন সিসিটিভি ছিল না। এদিকে সিসিটিভি না থাকার ফলে রাত হলেই সমাজবিরোধীদের আড্ডা বাড়ছিল স্টেডিয়াম চত্বরে। বিষয়টি নজরে আসতেই দুর্গাপূজার আগে তড়িঘড়ি বৈঠকে বসে জেলা ক্রীড়া সংস্থা। বৈঠক সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় স্টেডিয়ামে সিসিটিভি লাগানো হবে। এরপরই প্রথম দফায় ১১ টি ও পরে আরও দুটি সিসিটিভি লাগানো হয়। অফিস রুম থেকে গোটা স্টেডিয়াম এখন সিসিটিভির আওতায় রয়েছে। এদিকে সিসিটিভি লাগানোর পর স্টেডিয়াম চত্বরে সমাজ বিরোধীদের আনাগোনা বন্ধ হয়েছে।

সামনেই বিভিন্ন খেলার মরসুম রয়েছে৷ বাইরে থেকে খেলোয়াড় আসে। পুরুষদের পাশাপাশি মহিলা খেলোয়াড় রয়েছে। তাদের নিরাপত্তা আরো সুনিশ্চিত করা যাবে স্টেডিয়ামে সিসিটিভি লাগানোর ফলে। পুরুষদের পাশাপাশি মহিলা খেলোয়াড়দের নিরাপত্তা জরুরি। সিসিটিভি অফিসের পাশাপাশি খেলার মাঠেও রয়েছে৷ এখন ঘরে বসেই স্টেডিয়ামের কোথায় কি হচ্ছে তা দেখা যাচ্ছে ও রেকর্ড থাকছে। এর ফলে অপ্রীতিকর ঘটনা ঘটানোর সাহসও সহজে কেউ পাবে না।এবিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ বলেন, প্রায় ৬০ হাজার টাকা ব্যায়ে স্টেডিয়ামে দুই দফায় ১৩ টি সিসিটিভি লাগানো হয়েছে। এর আগে স্টেডিয়ামে কোন সিসিটিভি ছিল না। কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েই এই সিসিটিভি লাগানো হয়েছে। এর ফলে যেমন স্টেডিয়ামে কি হচ্ছে তা নজরে থাকছে। পাশাপাশি স্টেডিয়াম চত্বরে সমাজ বিরোধীদের আনাগোনা কমেছে।অন্যদিকে এবিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, যে কোন জায়গায় সিসিটিভি থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকে। কোন ঘটনা ঘটলেও পুলিশের তদন্ত করতে সুবিধা হয়।