Paschim Medinipur Death: রেল লাইনের পাশেই যুবকের রহস্যজনক দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য !
সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ও ডুঁয়া রেল স্টেশনের মাঝে মাঝেই এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের রহস্যজনক দেহ উদ্ধারকে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ও ডুঁয়া রেল স্টেশনের মাঝে মাঝেই এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের রহস্যজনক দেহ উদ্ধারকে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
জানা যায়, এদিন স্থানীয় এক বাসিন্দা রেল লাইনের পাশে একটি গুল্ম জাতীয় গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান।সাথে সাথেই সে খবর চাউর হতেই ,এলাকায় মানুষের ভিড় জমে যায়।
স্থানীয়দের মারফত নিকটবর্তী রেল স্টেশন ও প্রশাসনে খবর দেওয়া হয়। আগে ওই এলাকায় ওই যুবককে কখনও দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। প্রাথমিকভাবে খুনের তত্ত্ব সামনে আসছে। কিভাবে যুবকের দেহ এই এলাকায় এলো ? রীতিমত ধন্দ্বে রয়েছে এলাকাবাসী। মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।
Latest Videos