Murshidabad Fake Lottery: গোডাউনের ভেতরে গুচ্ছ, গুচ্ছ…
গোডাউনের ভেতরে গোপনে মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে ছাপানো হতো লটারী। সেই লটারী ছড়িয়ে দেওয়া হতো বিভিন্ন প্রান্তে। গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান শিব মন্দির এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ ডুপ্লিকেট লটারী সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ।
গোডাউনের ভেতরে গোপনে মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে ছাপানো হতো লটারী। সেই লটারী ছড়িয়ে দেওয়া হতো বিভিন্ন প্রান্তে। গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান শিব মন্দির এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ ডুপ্লিকেট লটারী সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ।
রবিবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ওই গোডাউন থেকে বেশ কয়েকটি জেরস্ক মেশিন, জাল লটারী ছাপা মেশিন, এসি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও পলাতক অবৈধ লটারী কারবারী। অবৈধ লটারী চ্ক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। সামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, এই লটারি কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন ঝাড়খণ্ডের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি অভিযুক্তর সন্ধানে তল্লাশিও শুরু হয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।