Sukanya Samriddhi Yojana: কন্যা সন্তানের উচ্চশিক্ষা, আর নেই ভাবনা

Sukanya Samriddhi Yojana: কন্যা সন্তানের উচ্চশিক্ষা, আর নেই ভাবনা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 29, 2023 | 5:24 PM

সমাজের সর্বস্তরে মেয়েরা আর ছেলেরা পায়ে পা মিলিয়ে চলেছে। নারীশিক্ষার একাধিক প্রকল্প এনেছে কেন্দ্র সরকার। কন্যা সন্তানের পড়াশুনা ও উচ্চশিক্ষার জন্য আছে কেন্দ্রীয় সরকারের 'সুকন্যা সমৃদ্ধি যোজনা'। 'সুকন্যা সমৃদ্ধি যোজনা'য় আর্থিক রিটার্ন, আয়করের সুবিধা ও সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত হয়।

সমাজের সর্বস্তরে মেয়েরা আর ছেলেরা পায়ে পা মিলিয়ে চলেছে। নারীশিক্ষার একাধিক প্রকল্প এনেছে কেন্দ্র সরকার। কন্যা সন্তানের পড়াশুনা ও উচ্চশিক্ষার জন্য আছে কেন্দ্রীয় সরকারের ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’। ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’য় আর্থিক রিটার্ন, আয়করের সুবিধা ও সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত হয়।

‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ প্রকল্পে বিনিয়োগ করলে সুদের হার ৮%। সন্তানের জন্ম থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করা যায় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। সন্তানের বয়স ১৮ হলে এই প্রকল্পে জমাকৃত রাশির আংশিক তুলে নেওয়া যায়।

কন্যা সন্তানের জন্মের ৪ থেকে ৫ বছর বয়সে ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ প্রকল্প করলে তার ২০ বছর বয়সে ম্যাচিওর হয় পলিসি। মাসিক ১২,৫০০ টাকা জমালে। বার্ষিক দেড় লক্ষ টাকা জমা হয়। সেক্ষেত্রে ৮% সুদে ম্যাচিউরিটির পরিমাণ দাঁড়ায় ৬৩ লক্ষ ৭৯হাজার টাকা।