Bollywood Stars: বলিউডের 'ফ্লপ স্টার'

Bollywood Stars: বলিউডের ‘ফ্লপ স্টার’

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 22, 2023 | 11:20 AM

Bollywood: ১০টি ফ্লপ দিয়ে ক্যারিয়ার শুরু করিনা কাপুরের। টানা ৯টি ছবি ফ্লপের রেকর্ড প্রিয়াঙ্কা চোপড়ার। টানা ৮ টি ছবি ফ্লপের রেকর্ড আছে ধর্মেন্দ্রর।

বলিউডের ‘ফ্লপ স্টার’ । মায়ানগরী, স্বপ্নের শহর মুম্বই। এ শহরে তারকা হবার আশায় আসেন বহু তরুণ তরুণী। অনেক হন হিট বেশিরভাগই ফ্লপ। এই ভিডিয়োতে রইল ফ্লপ তারকাদের তালিকা । প্রথমেই আছেন মিঠুন চক্রবর্তীর ১৯৯৩ থেকে ১৯৯৮ টানা ৩৩টি ফ্লপ তাঁর। এরপর আছেন সানি দেওল ‘গদর’ সুপারহিট হবার পর টানা ১৯ টি ছবি ফ্লপ, ৮ বছর লাভ করেনি সানির ছবি। ১৯৯৬-১৯৯৯ পর্যন্ত পর পর ১৪টি ছবি ফ্লপ করে অক্ষয় কুমারের ছবি। অবসাদে অভিনয় ছাড়ার কথাও ভাবেন অক্ষয়। টানা ১৩ টি ছবি ফ্লপ করে অজয় দেবগণের। বিগ বি অমিতাভ ১৯৬৯ থেকে ১৯৭২ পর্যন্ত পরপর ১১টি ফ্লপ ছবি দেন। জঞ্জির অমিতাভের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। ১০টি ফ্লপ দিয়ে ক্যারিয়ার শুরু করিনা কাপুরের। টানা ৯টি ছবি ফ্লপের রেকর্ড প্রিয়াঙ্কা চোপড়ার। টানা ৮ টি ছবি ফ্লপের রেকর্ড আছে ধর্মেন্দ্রর।