Cyber Attack: সাইবার হামলাঃ মার্কিন নিশানায় চিন

Cyber Attack: সাইবার হামলাঃ মার্কিন নিশানায় চিন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 19, 2023 | 4:25 PM

চিন নাকি ম্যালওয়ারের মাধ্যমে মার্কিন সহ অন্য দেশের সামরিক ঘাঁটিতে নজরদারি চালাচ্ছে। আমেরিকান গোয়েন্দাদের দাবি ম্যালওয়ারের মাধ্যমে অন্যদেশের সামরিক তথ্য হাতাচ্ছে চিনা হ্যাকাররা। হ্যাকারদের মদত দিচ্ছে চিনা লিবারেশন আর্মি দাবি গোয়েন্দাদের। তাইওয়ান প্রসঙ্গে যুযুধান মার্কিন ও চিন। আমেরিকার সামরিক অভিযান বন্ধেই এই ম্যালওয়ার ব্যবহার করছে চিন, সন্দেহ গোয়েন্দাদের।

চিন নাকি ম্যালওয়ারের মাধ্যমে মার্কিন সহ অন্য দেশের সামরিক ঘাঁটিতে নজরদারি চালাচ্ছে। আমেরিকান গোয়েন্দাদের দাবি ম্যালওয়ারের মাধ্যমে অন্যদেশের সামরিক তথ্য হাতাচ্ছে চিনা হ্যাকাররা। হ্যাকারদের মদত দিচ্ছে চিনা লিবারেশন আর্মি দাবি গোয়েন্দাদের। তাইওয়ান প্রসঙ্গে যুযুধান মার্কিন ও চিন। আমেরিকার সামরিক অভিযান বন্ধেই এই ম্যালওয়ার ব্যবহার করছে চিন, সন্দেহ গোয়েন্দাদের। সাইবার হামলা রুখতে, ম্যালওয়ার খুঁজতে ওয়াশিংটনের নিশানায় বেজিং। মার্কিন কংগ্রেসের এক সদস্যের মতে এই ম্যালওয়ার আসলে একটি টিকিট টাইম বোম। আমেরিকান সেনার সামরিক অভিযান রোখার জন্য ব্যবহৃত হচ্ছে এই ম্যালওয়ার। মাইক্রোসফট ২০২৩ এর মে মাসে এই ম্যালওয়ার নিয়ে সতর্ক করে। একটি রহস্যময় কোড ধরা পড়ে গুয়ামের একটি টেলিকম সিস্টেমে। ওই কোডের নিশানায় প্যাসেফিক অঞ্চলের কিছু মার্কিন সামরিক ঘাঁটি ও ঘন বসতিপূর্ণ অঞ্চল। এ বিষয়ে চিনের নাম না করে বিবৃতিও দেয় হোয়াইট হাউস। পালটা বিবৃতিতে হ্যাকিং প্রসঙ্গে চিন আমেরিকার নিন্দা করে। চিনের দাবি মার্কিন সাইবার হানায় চিনা সংস্থাগুলো সমস্যায় পড়ছে।