Himachal Pradesh Cloudburst: প্রকৃতির রুদ্ররূপে আতঙ্কের প্রহর, কাদা জলে ডুবে গেল গাড়ি, বাড়ি, জনপদ

Himachal Pradesh Cloudburst: প্রকৃতির রুদ্ররূপে আতঙ্কের প্রহর, কাদা জলে ডুবে গেল গাড়ি, বাড়ি, জনপদ

আসাদ মল্লিক

|

Updated on: Jul 19, 2022 | 11:17 PM

ভারতে যখন একের পর এক মেঘভাঙা বৃষ্টির ঘটনায় বিপর্যস্ত জনজীবন, অন্যদিকে ভূগোলকের অপর প্রান্তে ঠিক বিপরীত ছবি। গরমে পুড়ছে পশ্চিম ইউরোপ। ব্রিটেনের মতো দেশে তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রির মাত্রা! নদী শুকিয়ে খটখটে। স্পেন-পর্তুগালেও তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস। সাহারার থেকেও অধিক গরমে ফুটেছে ব্রিটেন।

হিমাচল প্রদেশ: এখনও স্মৃতিতে জ্বলজ্বল করছে অমরনাথের ঘটনা। প্রকৃতির রোষে তছনছ হয়ে যায় চারধাম যাত্রার পরিবেশ। মৃত্যু হয় অন্তত ১৬ জনের। এরই মধ্যে ফের বিপর্যয়। হিমাচল প্রদেশের কিন্নরে ভয়াবহ বিপর্যয়। মেঘ ভাঙা বর্ষণে তোলপাড় হয়ে গিয়েছে গোটা এলাকা। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও কীভাবে প্রশাসন ধ্বংসস্তূপ সরিয়ে ফের সাজাতে পারবে শহরকে, সে বিষয়ে সন্দিহান স্থানীয়রা।

প্রকৃতির রোষে লন্ডভন্ড ২ গ্রাম। জনপদের সবুজ নিমেষে ছারখার জলের তোড়ে। বিকেল গড়াতেই শুরু হয় প্রকৃতির প্রলয় নৃত্য। মেঘ ভাঙা বৃষ্টিতে নেমে আসে তীব্র জলস্রোত। পাহাড়ের গা বেয়ে ভীষণ শব্দ করে নেমে আসতে থাকে জল, সে আওয়াজে কান পাতা দায়! রাস্তায় থাকা গাছ হোক বা বড় পাথর, সবকিছুকেই ভাসিয়ে নিয়ে যায় জলের স্রোত। মাটি চাপা পড়ে গাড়ি, বাড়ি, সবকিছুই।

চিন সীমান্তের খুব কাছেই দুই প্রত্যন্ত গ্রাম। প্রবল বর্ষণে ফুলে ফেঁপে ওঠে এই অঞ্চলের পাহাড়ি ঝোরাগুলি। ঘরবাড়ির ধার ঘেঁষে তীব্র গতিতে বইতে থাকে জলের স্রোত। আতঙ্কিত গ্রামবাসীরা বাড়ির ওপর উঠে পড়েন প্রাণ বাঁচাতে। গাড়ি থেকে বুলডোজার, ভেসে যায় সব। বিঘের পর বিঘে চাষজমি নষ্ট হয়ে যায়, সম্পত্তি চাপা পড়ে কাদের স্তরের নীচে।

অন্যদিকে ২ দিন আগে সিমলার কুমারসন এলাকায় গভীর রাতে মেঘভাঙা বৃষ্টিতে জল ঢুকে যায় দুই পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চলে। ২১৭টি বিদ্যুৎ ট্রান্সফরমার উপড়ে যায়, জলে ভেসে যায় রাস্তা। ব্যাহত হয় যোগাযোগ, অন্ধকারে ডুবে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামগুলি।

একদিকে ভারতে যখন একের পর এক মেঘভাঙা বৃষ্টির ঘটনায় বিপর্যস্ত জনজীবন, অন্যদিকে ভূগোলকের অপর প্রান্তে ঠিক বিপরীত ছবি। গরমে পুড়ছে পশ্চিম ইউরোপ। ব্রিটেনের মতো দেশে তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রির মাত্রা! নদী শুকিয়ে খটখটে। স্পেন-পর্তুগালেও তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস। সাহারার থেকেও অধিক গরমে ফুটেছে ব্রিটেন। গ্লোবাল ওয়ার্মিং থেকে পরিবেশ দূষণ,মানবজনিত কারণেই যে তাপমাত্রার এহেন বৈপরীত্য এবং জলবায়ুর হঠাৎ বদল, তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন আবহবিদরা।