Rupee Fall: রেকর্ড পতন! ১ ডলার = ৮০ টাকা

Rupee Fall: রেকর্ড পতন! ১ ডলার = ৮০ টাকা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 19, 2022 | 5:21 PM

ভারতে ৫৫ শতাংশ পর্যন্ত আমদানি বেড়েছে, যার ফলস্বরূপ ডলারের চাহিদা বেড়েছে। অন্যদিকে রফতানির পরিমাণ বেড়েছে মাত্র ৫ শতাংশ।

কলকাতা: ১ ডলার = ৮০ টাকা, ডলারের নিরিখে টাকার দামের রেকর্ড পতন। স্বাধীন ভারতের ইতিহাসে যা সর্বোচ্চ। কেন এই অবনমন? এক, ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং দুই, রফতানি কমে আমদানি বৃদ্ধির ফলে বাণিজ্যে ঘাটতি, মূলত এই ২ কারণেই ডলারের নিরিখে টাকার রেকর্ড পতন ঘটছে বলে অনুমান অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের। তাঁর কথায় ভারতে বিনিয়োগকারিরা টাকা তুলে নিয়ে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে, এতে টাকার অবনমন তরান্বিত হয়েছে।

বিশদে বলতে গিয়ে অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত বলছেন, “ভারতে ৫৫ শতাংশ পর্যন্ত আমদানি বেড়েছে, যার ফলস্বরূপ ডলারের চাহিদা বেড়েছে। অন্যদিকে রফতানির পরিমাণ বেড়েছে মাত্র ৫ শতাংশ। স্বাভাবিক কারণেই এই পরিস্থিতি সুখকর নয়, তবে অতিরিক্ত চিন্তিত হওয়ারও কারণ নেই।”

আশঙ্কা, ডলার আরও দামি হয়ে টাকার পতন সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যাবে না তো? অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত আশ্বস্ত করছেন, ‘এমনটা হওয়ার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই।’ বিশ্বের অনেক দেশের কারেন্সিতেও পতন হয়েছে, তাই এই বিষয়ে অত্যধিক চিন্তার কারণ আছে বলেও তিনি মনে করেন না।

Published on: Jul 19, 2022 05:21 PM