Jalpaiguri Cobra Recovery: তামাক পাতার ভেতরে গোখরো!

Jalpaiguri Cobra Recovery: তামাক পাতার ভেতরে গোখরো!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 19, 2023 | 4:23 PM

রবিবার বিকেলে গোডাউন থেকে তামাক পাতা সরবরাহ করার জন্য কাজ করতে শুরু করেন কর্মীরা। আচমকাই তারা দেখতে পান তামাক পাতার বান্ডিলের মাঝে রয়েছে একটি গোখরো সাপ। ভয় পেয়ে কাজ বন্দ করে দিয়ে গোডাউন থেকে পালিয়ে যান কর্মীরা।এরপর তারা খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।

জলপাইগুড়ি রঙধামালী এলাকায় রয়েছে একটি তামাক পাতার গোডাউন। প্রচুর পরিমানে তামাক পাতা মজুদ করা ছিলো সেখানে। রবিবার বিকেলে গোডাউন থেকে তামাক পাতা সরবরাহ করার জন্য কাজ করতে শুরু করেন কর্মীরা। আচমকাই তারা দেখতে পান তামাক পাতার বান্ডিলের মাঝে রয়েছে একটি গোখরো সাপ। ভয় পেয়ে কাজ বন্দ করে দিয়ে গোডাউন থেকে পালিয়ে যান কর্মীরা।এরপর তারা খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে বিশ্বজিৎ বাবু ছুটে আসেন। গোডাউনে ঢুকে দেখেন সাপটি সেখানে নেই।এরপর তিনি তামাক পাতার বান্ডিল গুলি সরিয়ে সাপটিকে খুঁজতে থাকেন। দীর্ঘক্ষন খোঁজ চালাবার পর তিনি দেখেন তামাকের বান্ডিল গুলির নিচে সাপটি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সাপটিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন বিশ্বজিৎ বাবু। এরপর গোডাউন থেকে জল নিয়ে সাপটির গায়ে ঢালতে থাকেন। এইভাবে বেশ কিছুক্ষন স্নান করিয়ে দেবার পর সাপটি অনেকটাই সুস্থ হয়ে ওঠে। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন এটি একটি স্পেকটিক্যাল কোবরা ছিলো। তামাক পাতার ধ্বকে সাপটি নেশাগ্রস্ত হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিল। এরপর আমি সাপটিকে উদ্ধার করে ভাল করে স্নান করিয়ে দেই। গায়ে অনেকটা পরিষ্কার জল পরায় সাপটি সুস্থ হয়ে উঠলে তাকে পার্শ্ববর্তী এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।