Panchayat Election 2023: আবার বর্ধমান, আবার আক্রান্ত বিরোধী
CPIM: একই অভিযোগে গনণাকেন্দ্রের বাইরে বিক্ষোভ সিপিএমের।।।বিক্ষোভ সামাল দিতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।।লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী।
আবার ভোটের বিরোধী প্রার্থীকে মারধর করে বের করে দেবার অভিযোগ। অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।পুলিশী নিস্ক্রিয়তার অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন স্টেশন শিক্ষানিকেতন হাই স্কুলে সিপিআইএম প্রার্থীকে গণনা কেন্দ্র থেকে থেকে বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে। বড়বেলুন ২ পঞ্চায়েতের নাসিগ্রাম অঞ্চল,৮৬ নাম্বার বুথের সি পি আই এম ক্যান্ডিডেটের নাম নিশিকান্ত বাগ।তিনিই আজ গণনাকেন্দ্রে এজেন্ট হিসেবে ছিলেন। তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের এজেন্ট তাকে মারধর করে কাউন্টিং হল থেকে বাইরে বের করে দিয়েছে। এই নিয়ে গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। সিপিএমের নেতা ৮৬ নং বুথের তাদের প্রার্থীকে মারধর করে বের করে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি।তৃণমূল দাপিয়ে বেড়াচ্ছে।সিপিএমের কর্মীদেরই উলটে বার করে দেওয়া হয়।
একই অভিযোগে গনণাকেন্দ্রের বাইরে বিক্ষোভ সিপিএমের।।।বিক্ষোভ সামাল দিতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।।লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী।