Panchayat Election 2023: বুথ দখল গ্রামবাসীদেরই!
এবার গোটা বুথ দখল করল গ্রামবাসীরাই।বুথের বাইরে বের করে দিল প্রিসাইডিং অফিসার থেকে অন্যান্য ভোট কর্মীদের। বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
এবার গোটা বুথ দখল করল গ্রামবাসীরাই। বুথের বাইরে বের করে দিল প্রিসাইডিং অফিসার থেকে অন্যান্য ভোট কর্মীদের। বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মাদল বাজিয়ে ঘোষণা করে, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়ে ভোট বয়কট। বুথের ভেতর ঢুকতেই দেওয়া হল না ভোট কর্মী এমন কি কেন্দ্রীয় বাহিনীকেও। মালদার গাজোলের রানিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের দোগাছি শিশু শিক্ষস নিকেতনে ২৪৪ নম্বর বুথে দ্বিতীয় বারেও কোনো ভোট পড়ল ন্স। গ্রামে রাস্তা নেই। মুখ্যমন্ত্রী ও০১৭ সালে রাস্তার শিলান্যাস করেছিলেন। এরপর আজও সেই রাস্তা হয় নি। বহুবার দাবি জানিয়েও হয় নি। বাধ্য হয়ে ভোট বয়কট এর সিদ্ধান্ত। গত শনিবার কোন ভোট না পড়ায় আজ আবার ভোট। প্রশাসনিক আধিকারিকরা গিয়ে বোঝানোর চেষ্টা চলেকিন্তু নাছোড়বান্দা গ্রামবাসীরা মাদল বাজিয়ে গ্রামে ঘোষণা করে দেয়। দলে দলে মহিলা পুরুষ এসে বুথ দখল করে। ভোট কর্মীদের বের করে দেয় বাইরে।