Tehatta CPIM Win: বড় জয় বামেদের
সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় বামেদের। মোট ৫০ আসনের মধ্যে ৪৪ আসনে জয়লাভ করল বাম প্রার্থীরা বাকি মাত্র ৫টি আসন পেয়েছে তৃণমূল এবং একটি পেয়েছে নির্দল। সদ্য হওয়া পঞ্চায়েত নির্বাচনে নাটনা পঞ্চায়েতে একক বৃহত্তম দল হলেও নাটনা কৃষি সমবায় উন্নয়ন সমিতির ভোটে প্রার্থী দিতে পারে নি বিজেপি।তেহট্টের নাটনা সমবায় সমিতির ঘটনা।
সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় বামেদের। মোট ৫০ আসনের মধ্যে ৪৪ আসনে জয়লাভ করল বাম প্রার্থীরা বাকি মাত্র ৫টি আসন পেয়েছে তৃণমূল এবং একটি পেয়েছে নির্দল। সদ্য হওয়া পঞ্চায়েত নির্বাচনে নাটনা পঞ্চায়েতে একক বৃহত্তম দল হলেও নাটনা কৃষি সমবায় উন্নয়ন সমিতির ভোটে প্রার্থী দিতে পারে নি বিজেপি।তেহট্টের নাটনা সমবায় সমিতির ঘটনা। রবিবার নাটনা উচ্চ বিদ্যালয়ে নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ছিল। মোট ভোটার সংখ্যা ছিল ১২৪১ জন। ১৯৬০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই সমবায় সমিতি ছিল বামেদের দখলে। এরপর বামেদের বোর্ড ভেঙে দিয়ে নির্বাচন না করেই (অস্থায়ী) কমিটি তৈরি করে তৃণমূল। যা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে বাম নেতৃত্ব। পরে আদালতের নির্দেশে ওই কমিটি ভেঙে নির্বাচন করার নির্দেশ হয়। আদালতের নির্দেশ মত রবিবার নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল আসনে জয়লাভ করে বাম প্রার্থীরা। শুধু নাটনা সমবায় সমিতি নয় এর আগে তেহট্ট, চাদেরঘাট, ধোপট্ট সমবায় সমিতির দখল নেয় বাম নেতৃত্ব। রাজ্য ও বিভিন্ন সমবায় সমিতিগুলিতে তৃনমূলের দুর্নীতি দেখেই বাম প্রার্থীদের ভোট দিচ্ছেন বলে দাবি বাম নেতৃত্বের। অন্যান্য রাজনৈতিক দলের দাবি,এই সমবায়ে সিপিএম এক ছত্র ভাবে নিজেদের সমর্থক ও কর্মীদের দিয়ে ভোটার করেছে। ফলে অন্য কোন দলের ভোটার খুব বেশি থাকে না। সেই কারনে অন দের প্রার্থী ছিল না। সিপিএমের তেহট্ট দক্ষিন এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, মানুষ দুর্নীতি গ্রস্থ তৃণমূল ও সাম্প্রদায়িক বিজেপিকে আর চাইছে না। মানুষ চাই না সমবায়ে বিজেপি বা তৃণমূল পরিচালন সমিতিতে ক্ষমতায় আসে। কারন এলেই তো চুরি শুরু করবে। সেই কারনে সিপিএমের উপর ভরসা রেখেছে মানুষ। তৃণমূলের শ্রমিক সংগঠনের তেহট্টের ব্লক সভাপতি নৃপেন্দ্র কৃষ্ণ ঘোষ বলেন, বিজেপি গ্রাম পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠ দল । সমবায় নির্বাচনে প্রার্থী পায়নি তাই ওরা দিতে পারে নি। সমবায়ে নিজের আত্মীয়-স্বজনের ভর্তি সিপিএমের। তাও লড়াই করেছি আমরা।