Ghatal News: রেলমন্ত্রীর দ্বারস্থ দেবের কেন্দ্রের বিজেপি বিধায়ক!
ঘাটাল মহকুমাকে রেলপথের সাথে যুক্ত করার দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ বিজেপি বিধায়ক, শুরু রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় রেল বাজেটে ঘাটালকে রেল পথে যুক্ত করার কথা ঘোষণা করা হয়েছিল ২০১০ সালে। তবে এরপর শিলাবতীর ওপর দিয়ে বয়ে গিয়েছে বহু জল। প্রকল্প বাস্তবায়ন তো দূরের কথা সিকিভাগও এগোয়নি পরিকল্পনা।
ঘাটাল মহকুমাকে রেলপথের সাথে যুক্ত করার দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ বিজেপি বিধায়ক, শুরু রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় রেল বাজেটে ঘাটালকে রেল পথে যুক্ত করার কথা ঘোষণা করা হয়েছিল ২০১০ সালে। তবে এরপর শিলাবতীর ওপর দিয়ে বয়ে গিয়েছে বহু জল। প্রকল্প বাস্তবায়ন তো দূরের কথা সিকিভাগও এগোয়নি পরিকল্পনা। এবার ঘাটালে রেলপথের দাবীতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দ্বারস্থ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাঁশকুড়া থেকে ঘাটাল ও চন্দ্রকোনা পর্যন্ত রেল পথে যোগাযোগের ব্যবস্থা তৈরীর প্রস্তাব দেওয়া হয়েছে বিধায়কের তরফে। অতি সম্প্রতি বিজেপির এক কর্মসূচিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা হয় বিজেপি বিধায়ক শীতল কপাটের। সে সময়েই কেন্দ্রীয় রেলমন্ত্রীর হাতে একটি আবেদনপত্র তুলে দেন বিজেপি বিধায়ক। উল্লেখ্য ঘাটাল থেকে সড়কপথে খড়গপুর রেল স্টেশনের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। অপরদিকে পাঁশকুড়া স্টেশন থেকে ঘাটাল শহরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার ও চন্দ্রকোনা দুরত্ব ৫৫ কিলোমিটার। পাঁশকুড়া থেকে ঘাটাল পৌঁছানোর একমাত্র মাধ্যম সড়ক পথ। নিত্যদিন সড়কপথে যাতায়াত কয়েক হাজার মানুষের। স্বাভাবিকভাবেই ঘাটাল কে রেলপথে সংযুক্ত করা গেলে নিত্যদিন উপকৃত হবে বহু মানুষ। শুধু আম জনতাই নয়। ঘাটালের বীরসিংহে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে। এই ঘাটালকে রেল মানচিত্রে সংযুক্ত করা গেলে পর্যটন ক্ষেত্রেও ব্যাপক সুবিধা হবে বলেই দাবি ঘাটাল বাসির। বিধায়ক শীতল কপাটের দাবি, রেলমন্ত্রীর সাথে ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। রাজ্যের তরফে জমি মিললেই শুরু হবে রেলপথ স্থাপন সংক্রান্ত যাবতীয় কাজ। যদিও শাসক দল তৃণমূলের কাছে এই আবেদন শুধুই আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়। তৃণমূল বিধায়ক অরূপ ধড়া দাবি, ফি বছর ঘাটালকে ভুগতে হয় জল যন্ত্রণায়। বন্যার কবলে পড়তে হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকাকে। বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি তোলা হলেও কেন্দ্রের তরফে মেরেনি কোন সাড়া। কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরের দুয়ারে দুয়ারে ঘুরেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মেলেনি কানা কড়ি। রেললাইন নিয়ে প্রস্তাব ভালো, তবে আগে বিজেপির উচিত ঘাটাল মাস্টার প্ল্যান এখনো কেন হলো না সেটা দেখার।এমনটাই দাবি শাসক শিবিরের। ঘাটাল বাসির দাবি, আসায় মরে চাসা! ভোট আসলেই স্বপ্ন দেখানো হয় ঘাটাল বাসিকে। ভোট মিটলেই সেই স্বপ্নকে সাথে করে নিয়ে উবে যায় নেতারা। ঘাটাল থাকে ঘাটালেই। এত কিছুর মাঝে ঘাটাল কবে পাবে রেলপথ সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।