Mathurapur News: আবার ভোট, আবার শুরু হাতাহাতি

Mathurapur News: আবার ভোট, আবার শুরু হাতাহাতি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 10, 2023 | 7:30 PM

আজ বিকেল তিনটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লক অফিসের ভেতরে স্থানীয় শংকরপুর অঞ্চলের সিপিএম নেতা ওমর ফারুক হালদাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার হাত থেকে নমিনেশন ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরেক সিপিএম কর্মীও।

নমিনেশান ফর্ম তুলতে গিয়ে পুলিশের উপস্থিতিতে তৃণমূলের গুন্ডাদের হাতে আক্রান্ত হলেন এক সিপিএম নেতা। আজ বিকেল তিনটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লক অফিসের ভেতরে স্থানীয় শংকরপুর অঞ্চলের সিপিএম নেতা ওমর ফারুক হালদাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার হাত থেকে নমিনেশন ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরেক সিপিএম কর্মীও। মারের চোটে ওমর ফারুকের মুখের ডানদিকে ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে পড়েন। এরপরই গা ঢাকা দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জখম সিপিএম নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মথুরাপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় সিপিএম কর্মীরা। ঘটনা জোরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, পুলিশ প্রশাসন নিরাপত্তা সুনিশ্চিত করুক। তা না হলে যদি কোন ঘটনা ঘটে যায় তার দায় নিতে হবে পুলিশ প্রশাসনকে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওদেরই কোন নিজস্ব গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে।