Corona Update: মহামারীর বাড়বাড়ন্তে ছ’দিনের লকডাউন Delhi-তে

আজ রাত ১০টা থেকে ২৬শে এপ্রিল ভোর ৫টা পর্যন্ত ঘরবন্দি থাকবেন দিল্লিবাসী। ছাড় জরুরি পরিষেবায়। এই ছয় দিনে আরও বেড, ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থার আশ্বাস দিয়েছে দিল্লি প্রশাসন। কার্ফু চলাকালীন অকারণে বাড়ির বাইরে না বেরোনোর আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

| Updated on: Apr 19, 2021 | 5:02 PM

২৪ ঘন্টায় করোনা (Corona) আক্রান্ত ২৫,৪৬২ জন। আর তারপরেই এক সপ্তাহ লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত নিল কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার। আজ রাত ১০টা থেকে ২৬শে এপ্রিল ভোর ৫টা পর্যন্ত ঘরবন্দি থাকবেন দিল্লিবাসী (Delhi)।

ছাড় থাকবে জরুরি পরিষেবায়। এই ছয় দিনের মধ্যে আরও বেড, ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে দিল্লি প্রশাসন। কার্ফু (Curfew) চলাকালীন অকারণে বাড়ির বাইরে না বেরোনোর আর্জি জানান স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গোটা দিল্লিতে আর মাত্র ১০০ ICU বেড রয়েছে বলে জানান কেজরিওয়াল। পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেনের অভাব ও পরিকাঠামোগত ত্রুটিও যে চিন্তার কারণ বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।

 

[embedyt] [/embedyt]

Follow Us: