Kakdwip Crocodile News: লোকালয়ে কুমির!
আবারও কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার অন্তর্গত ফটিকপুর শাসমল পাড়া এলাকায়। সাত সকালেই প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশে কুমিরটিকে দেখতে পায় স্থানীয় এক বাসিন্দা।
আবারও কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার অন্তর্গত ফটিকপুর শাসমল পাড়া এলাকায়। সাত সকালেই প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশে কুমিরটিকে দেখতে পায় স্থানীয় এক বাসিন্দা। তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। রাস্তার ওপর থেকে কুমিরটি লাফ দিয়ে পড়ে পাশে থাকা পুকুরে। খবর দেওয়া হয় বনদপ্তরে। চলতি মাসের প্রথম দিকে এই গ্রামেই একটি কুমির দেখাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। সেই সময় কোনভাবে কুমির টিকে ধরা সম্ভব হয়নি। আবার একই ঘটনায় আতঙ্কিত গোটা গ্রাম। আজ সকালে নামখানা বনদপ্তর এর কর্মীরা পৌঁছয় ঘটনাস্থলে। গ্রামবাসীদের তৎপরতায় পুকুর থেকে কুমিরটিকে ধরার জন্য বসানো হয়েছে সাতটি পাম্প। ইতিমধ্যেই পুকুর থেকে জল তোলার কাজ চলছে। পাশাপাশি নামখানা বনদপ্তরের কর্মীরা কুমিরের খোঁজে তল্লাশি শুরু করেছে। গ্রামবাসীদের অনুমান পাশেই সপ্তমুখী নদী রয়েছে, হয়ত সেই নদী থেকে ঢুকেছে কুমিরটি।