Dakshin Dinajpur Storm: ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড!
মাত্র ১০ মিনিটের ঝড়ে(মোখা) লণ্ডভণ্ড হল বালুরঘাট শহরের একাংশ এলাকা। মূলত শহরের কোর্ট চত্বরে ঝড়ে সব থেকে বেশি প্রভাব পড়ে৷ ওই এলাকায় একটি বিদ্যুৎ ট্রান্সফার সহ খুঁটি রাস্তায় পড়ে গেছে৷ কোর্টের ভেতরের একটি বড় বট গাছ ভেঙে পড়েছে৷ যার ফলে বেশ কিছু সেরেস্তা ভেঙে গেছে৷ এছাড়াও রাস্তায় ভেঙে পড়েছে বহু গাছ ও বিদ্যুতের তার।
বালুরঘাট, ১২ মে: মাত্র ১০ মিনিটের ঝড়ে(মোখা) লণ্ডভণ্ড হল বালুরঘাট শহরের একাংশ এলাকা। মূলত শহরের কোর্ট চত্বরে ঝড়ে সব থেকে বেশি প্রভাব পড়ে৷ ওই এলাকায় একটি বিদ্যুৎ ট্রান্সফার সহ খুঁটি রাস্তায় পড়ে গেছে৷ কোর্টের ভেতরের একটি বড় বট গাছ ভেঙে পড়েছে৷ যার ফলে বেশ কিছু সেরেস্তা ভেঙে গেছে৷ এছাড়াও রাস্তায় ভেঙে পড়েছে বহু গাছ ও বিদ্যুতের তার। শুধুমাত্র বালুরঘাট শহর নয় বিভিন্ন গ্রামীণ এলাকাতেও ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে৷ কোথাও ঝড়ে উড়ে গেছে বাড়ির টিনের চাল। আবার কোথাও ভেঙে পড়েছে গাছ গাছালি৷ তবে ঝড়ে কোন হতাহতেরখবর নেই। অনেক রাতে ঝড় হওয়ার জন্য হতাহতের খবর নেই। দিনের বেলা বা ব্যস্ত সময়ে ঝড় হলে পরে হতাহতের ঘটনা ঘটতে পারত। এদিকে ঝড়ের পর থেকেই রাস্তায় নেমেছেন বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ৷ রাতভর রাস্তায় নেমে কাজ করেছেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারখ ও বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য পুর প্রতিনিধি ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা৷ গতকালের পর শুক্রবার সকাল থেকেও শহরে ভেঙে পড়া গাছ পরিস্কার করছে পুরসভা কর্তৃপক্ষ। এদিকে বেশ কিছু জায়গায় খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। ঝড়ের ফলে জেলায় কোথায় কোথায় ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে ঝড়ের ফলে বোরো ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ বেশির ভাগই ধান ঝড়ের পড়ে গেছে মাটিতে। তবে কৃষি ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কত তা এখনও পরিষ্কার নয় বলে কৃষি দপ্তরের তথ্য জানানো হয়েছে।