Kolkata Dangerous Buildings: পুরসভার মাথাব্যথা বিপজ্জনক বাড়ি, সংস্কারের জন্য আইনে এল পরিবর্তন
Kolkata Municipal Corporation: কলকাতায় বর্তমানে বিপজ্জনক বাড়ির সংখ্যা ৩৭০০টি। সংস্কারের অভাবে এখন এই বাড়িগুলো পুরসভার কাছে মাথাব্যথা হয়ে উঠেছে। সব মিলিয়ে ১৫০টি বাড়ি অতি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে।
কলকাতা: শহরে আতঙ্কের নাম বিপজ্জনক বাড়ি। বিপজ্জনক বাড়ি যে ভাবে ভেঙে পড়ছে তা নিয়ে চিন্তা বাড়ছে কলকাতা পুরসভার। সচেতনতা প্রচার করে কোনও কাজ হয়নি। বাড়িগুলোর সংস্কারের জন্য কয়েক বছর আগে পুরসভার বিল্ডিং আইনে সংশোধনী আনা হয়। বিপজ্জনক বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করছে ফ্লোর এরিয়া অনুপাত সহ বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা বলা হয়। কিন্তু নাম মাত্র বাড়ির মালিক এই সংশোধনী আইনে সাড়া দিয়েছেন। তাই আবার নতুন সংশোধনী নিয়ে আসা হল ওই আইনে।
পুরসভার তথ্য বলছে মাত্র ৬৮টি বাড়ি এই আইনের মধ্যে সংশোধন করা হয়েছে। কিন্তু কলকাতায় বর্তমানে বিপজ্জনক বাড়ির সংখ্যা ৩৭০০টি। সংস্কারের অভাবে এখন এই বাড়িগুলো পুরসভার কাছে মাথাব্যথা হয়ে উঠেছে। সব মিলিয়ে ১৫০টি বাড়ি অতি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে।
Published on: Jan 07, 2023 02:40 PM
Latest Videos