Nadia News: শাশুড়ি দিয়েছিলেন কবিরাজি ওষুধ,তারপর..

Nadia News: শাশুড়ি দিয়েছিলেন কবিরাজি ওষুধ,তারপর..

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 17, 2023 | 7:36 PM

কবিরাজি ওষুধ খেয়ে মৃত্যু হল একই পরিবারের দুজনের, একজনের অবস্থা আশঙ্কা জনক। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি কাঁঠাল বেরিয়া এলাকার। জানা যায় ওই এলাকারকৃষ্ণ দাসের মেয়ে মাম্পি দাসের বিয়ে হয় নদিয়ার কালীগঞ্জে।

কবিরাজি ওষুধ খেয়ে মৃত্যু হল একই পরিবারের দুজনের, একজনের অবস্থা আশঙ্কা জনক। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি কাঁঠাল বেরিয়া এলাকার। জানা যায় ওই এলাকার
কৃষ্ণ দাসের মেয়ে মাম্পি দাসের বিয়ে হয় নদিয়ার কালীগঞ্জে। মাম্পি দাসের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই কবিরাজি ওষুধ খাচ্ছিলেন। পরিবারের সূত্রে জানা যায়, মাম্পি দাসের শাশুড়ি ঝা ফু ও কবিরাজি ওষুধ দেন। তাদেরকে ওষুধ খেতে বলেন। আর সেই ওষুধ রাত্রে খেয়ে একই পরিবারের তিনজন অসুস্থ হন। তাদেরকে স্থানীয়রা দ্রুত বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে যান।

সোমবার রাতের বেলাতেই মারা যায় কৃষ্ণ দাস,ও মেয়ে মাম্পি দাস। মা পম্পা দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়। একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

মঙ্গলবার নাকাশিপাড়া থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠাই। জানা গেছে মৃত মাম্পি দাসের বিয়ে হয়েছে তিন বছর আগে, তার একটি কন্যা সন্তানে রয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করল এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি নাকাশীপাড়া থানার পুলিশ।