Birbhum Cattle Smuggling: ২১টি গরু হাতেনাতে বাজেয়াপ্ত
বীরভূম, নলহাটি- পাচার করার সময় ২১ টি গরু বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই গরু পাচারকারীকেও। ধৃতদের নাম নাজিমুদ্দিন সেখ ও আব্দুল আলম।
বীরভূম, নলহাটি- পাচার করার সময় ২১ টি গরু বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই গরু পাচারকারীকেও। ধৃতদের নাম নাজিমুদ্দিন সেখ ও আব্দুল আলম। গতকাল রাতে বীরভূমের নলহাটি থানার পুলিশ দুই গরু পাচারকারী সহ ২১ টি গরু বাজেয়াপ্ত করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বীরভূমের নলহাটি থানার পানিটা গ্রামের রাস্তা দিয়ে গরু গুলি পাচার করা হচ্ছিল। সেই সময় খবর পেয়ে নলহাটি থানার পুলিশ অভিযান চালিয়ে গরু গুলিকে আটক করে। আটক করা হয় দুই গরু পাচারকারীকেও।
আজ বেলা পর্যন্ত গরুগুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু গুলিকে বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় দুই গরু পাচারকারীকেও।