Durga Puja 2023: পুজোর আগে বাজেয়াপ্ত ১০০ কেজির শব্দবাজি

Durga Puja 2023: পুজোর আগে বাজেয়াপ্ত ১০০ কেজির শব্দবাজি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 17, 2023 | 5:52 PM

পুজোর মধ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের শব্দবাজি বাজেয়াপ্ত করল চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় চাপড়া বাজারে সন্দীপ গাড়াই নামে এক মুদিখানা দোকানে তারা তল্লাশি চালায় এবং দোকানের ভিতর থেকে উদ্ধার হয় আনুমানিক ১০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুজোর মধ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের শব্দবাজি করল চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় চাপড়া বাজারে সন্দীপ গাড়াই নামে এক মুদিখানা দোকানে তারা তল্লাশি চালায় এবং দোকানের ভিতর থেকে উদ্ধার হয় আনুমানিক ১০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে শব্দবাজি মজুদ রাখার অভিযোগে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সম্প্রতি মহালয়া দিন জেলা জুড়ে যে বিপুল পরিমাণ শব্দবাজির ব্যবহার হয়েছে তা নিয়ে বেশ চিন্তিত জেলা পুলিশ। কোথা থেকে এলো এতো পরিমান শব্দ বাজি তার খোঁজ চালাতে চাপড়া থানা পুলিশ এই অভিযান চালায়। ধৃতদের নাম সন্দীপ গড়াই ও সুদীপ গড়াই।

তাদেরকে মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে এবং আর কোথায় কোথায় শব্দবাজি আছে তার খোঁজ পেতে অভিযুক্তদের পুলিশ হেফাজতের নেয়া হবে বলে জানা গেছে ।