Electric Shock Death On Baruipur News: টোটো চার্জ দিতে গিয়ে মৃত্যু!

Electric Shock Death On Baruipur News: টোটো চার্জ দিতে গিয়ে মৃত্যু!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 3:59 PM

নিজের টোটোতে চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো বিশ্বনাথ সর্দার (৩৫) নামের এক টোটো চালকের।মৃতের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত পূর্ব বৃন্দাখালী অঞ্চলে।

বারুইপুরে নিজের টোটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু টোটো চালকের। নিজের টোটোতে চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো বিশ্বনাথ সর্দার (৩৫) নামের এক টোটো চালকের।মৃতের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত পূর্ব বৃন্দাখালী অঞ্চলে।ঘটনাটি ঘটেছে তার বাড়িতে। পরিবারের সূত্রে খবর বিশ্বনাথ সরদার পেশায় টোটো চালক।বুধবার ভোররাতে তার বাড়িতে টোটোর ব্যাটারিতে ইলেকট্রিকের চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে।বাড়ির লোক পরে জানতে পারলে তাকে সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বারুইপুর হাসপাতালে চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করে দেয়।বারুইপুর থানার পুলিশ তার দেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।তবে ওই টোটো চালক বিশ্বনাথ সর্দার বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে কিনা সেই বিষয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।