Ghatal News: অমানবিক!

Ghatal News: অমানবিক!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 4:20 PM

ছেলে থাকে পাকার বাড়িতে, মা থাকে খোলা আকাশের নিচে গাছের তলায়। স্বামীর বসত ভিটে ও বাড়ি থেকেও খোলা আকাশের নিচে গাছের তলাতেই রাত কাটছে ৮৫ বছরের গায়ত্রী প্রামানিক।

ছেলে থাকে পাকার বাড়িতে, মা থাকে খোলা আকাশের নিচে গাছের তলায়। স্বামীর বসত ভিটে ও বাড়ি থেকেও খোলা আকাশের নিচে গাছের তলাতেই রাত কাটছে ৮৫ বছরের গায়ত্রী প্রামানিক। গায়ত্রী সহ এলাকা বাসীর অভিযোগ, ছেলে বৌমা বাড়িতে প্রবেশ করতে দেয়নি, তাই খোলা আকাশের নিচেই বর্তমানে বসবাস ৮৫ গায়ত্রী র। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের খাড় গম্ভীরনগরের বাসিন্দা গায়ত্রী প্রমাণিক। বহু বছর আগে স্বামীকে হারিয়েছেন, বর্তমানে তিন ছেলে। দুই ছেলে মানসিক ভারসাম্যহীন, মেজো ছেলে চক্রধারি প্রামাণিকের কাছেই থাকতেন বৃদ্ধা। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও, হঠাৎ করেই, কয়েক মাস আগে পৌর এলাকার হাউস ফর অলের বাড়ি নির্মান শুরু হতেই বাধল যত গন্ডগোল। বৃদ্ধাসহ এলাকার মানুষজনের অভিযোগ, হাউস ফর অলের একটি বাড়ি তৈরি করছে চক্রধারী, যেই বাড়িটি গায়ত্রীর নামে। বাড়ি শুরুর পর থেকেই ছেলে ও বৌমা নানান অজুহাত দেখিয়ে গায়েত্রীকে বাড়ি থেকে বার করে দেয়,সাথে প্রতিবন্ধী দুই ছেলে কে ও। বেশ কয়েক মাস ধরে অপরের বাড়িতে বসবাস করে গায়ত্রী। বর্তমানে সেই পরিবার, গায়ত্রীকে তাদের বাড়ি ছেড়ে দেয়ার কথা বলার পরেই দেখা দিয়েছে সমস্যা । জানাযায় গায়ত্রী ছেলে চক্রধারী, গায়ত্রীকে তার বাড়িতে প্রবেশ করতে দেয়নি। বাড়ি নেই তাই গায়েত্রী থাকবে কোথায়, বর্তমানে ছেলে পাকার বাড়িতে থাকলেও, মায়ের স্থান গাছের তলায়। যদিও স্থানীয় সূত্রে খবর এই বিষয়ে একধিক বার আলোচনায় বসা হলেও, কোন সমস্যার সমাধান হয়নি। গায়ত্রী ছেলে চক্রধারী জানিয়েছেন, যতদিন না তার নতুন বাড়ি সম্পূর্ণরূপে তৈরি হবে ততদিন গায়ত্রী তার বাড়িতে প্রবেশ করতে পারবেনা। এমনকি ওই বাড়ির জানালা- দরজার তৈরী খরচ গায়েত্রীকে দিতে হবে। নানান অজুহাতের মাঝেই, বর্তমানে গায়ত্রী স্থান হয়েছে খোলা আকাশের নিচে, দুই পাগল ছেলেকে নিয়ে। স্থানীয় মানুষজন থেকে শুরু করে সকলেই বলছেন এই অন্যায়ের একটা বিহিত হোক। যদিও ওই এলাকার কাউন্সিলর, গায়ত্রী গাছের তলায় থাকার কথা স্বীকার করলেও, কিছুটা হলেও অভিযুক্ত গায়ত্রী ছেলের পাশে দাঁড়িয়েছেন তিনি।