Dengue Awareness Basirhat: নাটকে ডেঙ্গি সচেতনতা

Dengue Awareness Basirhat: নাটকে ডেঙ্গি সচেতনতা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 07, 2023 | 9:49 PM

বর্ষা বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়চ্ছে জ্বর, ডেঙ্গু সহ একাধিক মশাবাহিত রোগের প্রকোপ। সেই রোগ যাতে মানুষের মধ্যে দানা না বাঁধতে পারে তার জন‍্য ডেঙ্গু সচেতনতায় পথনাটিকা করছে ছাত্রছাত্রীরা। বৃষ্টির জল পড়তেই যত্রতত্র ময়লা, নোংরা ও আবর্জনায় ডেঙ্গুর লার্ভা তৈরি হচ্ছে।

বর্ষা বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়চ্ছে জ্বর, ডেঙ্গু সহ একাধিক মশাবাহিত রোগের প্রকোপ। সেই রোগ যাতে মানুষের মধ্যে দানা না বাঁধতে পারে তার জন‍্য ডেঙ্গু সচেতনতায় পথনাটিকা করছে ছাত্রছাত্রীরা। বৃষ্টির জল পড়তেই যত্রতত্র ময়লা, নোংরা ও আবর্জনায় ডেঙ্গুর লার্ভা তৈরি হচ্ছে। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে চলতি বছরের এপ্রিল মাস থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ২১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জ্বরে আক্রান্তের সংখ্যাও কয়েকশো। রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতকে ইতিমধ্যে সতর্কতার নির্দেশ জারি করেছে। একদিকে ডেঙ্গুর লার্ভা মারতে গাপ্পি মাছ ব্যবহার করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে যেখানে সেখানে পড়ে থাকা নোংরা ও আবর্জনা পরিষ্কার করে রাখার কথাও বলা হয়েছে। এবার সেই সচেতনতার বার্তাই দিচ্ছেন বসিরহাট ২নং ব্লকের চাঁপাপুকুর হাই স্কুলের পড়ুয়ারা। প্রধান শিক্ষক সেলিম ইসলামের উদ্যোগে ছাত্র-ছাত্রীরা দিনভর রাস্তার উপরে ডেঙ্গু সচেতনতার বার্তা নিয়ে পথ নাটিকা করছেন। কি করে জ্বর হলে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। রক্ত ও লালা পরীক্ষা দ্রুত করার নির্দেশ দিয়ে তারা চিত্রনাট্য ফুটিয়ে তুলছেন। কয়েকশো ছাত্র-ছাত্রী ডেঙ্গু সচেতনতার উপরের পথনাটিকায় নেমেছেন। উৎসাহ দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক ও অভিভাবকরা।