Dhupguri News: পড়ুয়াদের আর স্কুলে পাঠাবেন না, হুঁশিয়ারি অভিভাবকদের
Dhupguri: শনিবার স্কুলে পরীক্ষা চলাকালীন শ্রেণিকক্ষের ভিতরেই পরীক্ষার্থীকে সাপে কামড়ে ছিল। সেই ঘটনার পরই স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সোচ্চার হন অভিভাবকরা। স্কুল পরিষদ জুড়ে জমে রয়েছে এক হাঁটু জল শ্রেণিকক্ষের পেছনে।
স্কুলে অভিভাবকদের বিক্ষোভ প্রধান শিক্ষিকাকে ঘিরে। ঘটনাস্থলে পৌঁছলো পুলিশ। পড়ুয়াদের আর স্কুলে পাঠাবেন না, হুঁশিয়ারি অভিভাবকদের। ধূপগুড়ি গার্লস হাইস্কুলের ঘটনা। পরীক্ষা চলাকালীন সাপ কামড়েছিল ছাত্রী সোহা আক্তারকে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও স্কুলের তরফে নেওয়া হয়নি সাফাইয়ের কোনও উদ্যোগ। তাই স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। খবর পেয়ে স্কুলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। স্কুলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি আটকেও বিক্ষোভ দেখান অভিভাবকরা।
শনিবার স্কুলে পরীক্ষা চলাকালীন শ্রেণিকক্ষের ভিতরেই পরীক্ষার্থীকে সাপে কামড়ে ছিল। সেই ঘটনার পরই স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সোচ্চার হন অভিভাবকরা। স্কুল পরিষদ জুড়ে জমে রয়েছে এক হাঁটু জল শ্রেণিকক্ষের পেছনে। ঝোপঝাড় জঙ্গলে ভরে গিয়েছে। তাই স্কুলে বেড়েছে সাপের উপদ্রব। কখনও ঘরের ভিতর, কখনও রান্নাঘরে আবার কখনও ব্যাগের ভিতরে সাপ ঢুকে পড়ার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ অভিভাবকদের। আর তাই আতঙ্কিত অভিভাবকরা। তাই স্কুলে আর পড়ুয়াদের পাঠাবেন না বলে হুঁশিয়ারি দিলেন অভিভাবকরা। এদিন প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয়।
অভিভাবকদের আশ্বাস দেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষিকার তরফে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে স্কুলের পরিস্থিতি সম্পর্কে। তবে কতদিনে পরিষ্কার হবে এবং অবস্থার বদল হবে তা কিন্তু পরিষ্কার ভাবে জানাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। তাই বুধবার ফের আন্দোলনে যাবেন অভিভাবকরা বলে হুশিয়ারি দিয়েছেন।