Dengue News: আবার বাড়ছে ডেঙ্গি!
দুর্গাপুরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। চিন্তার ভাঁজ পরেছে জেলা স্বাস্থ্য দফতরে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সোমবার পর্যন্ত দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।
দুর্গাপুরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। চিন্তার ভাঁজ পরেছে জেলা স্বাস্থ্য দফতরে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সোমবার পর্যন্ত দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। দুর্গাপুর নগর নিগমের পৌর স্বাস্থ্য কর্মীদের নিয়ে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে জরুরী বৈঠক করেন জেলা স্বাস্থ্য দফতর । একাধিক নির্দেশিকা দেওয়া হয় পৌর স্বাস্থ্য কর্মীদের। গত কয়েকদিন ধরে পলাশডিহার খাটালপাড়া ও আদিবাসী পাড়ায় রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপরেই ওই এলাকায় একের পর এক মানুষের শরীরে মিলছে ডেঙ্গির জীবাণু। এর মধ্যে অনেকে শিশু ও মহিলাও রয়েছে বলেও জানা গিয়েছে। এর মধ্যে অনেকে সুস্থ হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে । অনেকে দুর্গাপুরের একাধিক হাসপাতালে ভর্তি রয়েছে। একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ওই এলাকায়। সাফাই অভিযানে জোর দেওয়া হয়েছে। এলাকায় প্রত্যেক দিনই বসছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। গোটা এলাকা জুড়ে নজরদারি চালাচ্ছে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কর্মীরা। এলাকাবাসীদের মশারির ভেতর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যে হারে দিনের পর দিন ওই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর।