Viral Video: এক ব্যক্তির পেছনে গাছে উঠলেন ভাল্লুক তারপর…
বাঁচার ভয়ে মরিয়া হয়ে উঠছেন গাছে। আর পিছনেই রয়েছে এক বিশালাকার ভাল্লুক। কিছুটা উপরে উঠেও হয়নি নিস্তার। পা ধরে প্রায় সেই ব্যক্তিকে ধরেই ফেলছিল পশুটি, অভিজ্ঞতার দৃশ্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাঁচার ভয়ে মরিয়া হয়ে উঠছেন গাছে। আর পিছনেই রয়েছে এক বিশালাকার ভাল্লুক। কিছুটা উপরে উঠেও হয়নি নিস্তার। পা ধরে প্রায় সেই ব্যক্তিকে ধরেই ফেলছিল পশুটি। এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দৃশ্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি রেহাই মিলল? OddIy Terrifying নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে,এক ব্যক্তি দ্রুত গাছে চড়ার চেষ্টা করছেন। আর তার পিছনে ধাওয়া করেছে একটি ভাল্লুক। এমনকী এক সময় এমনও হয়েছে যে ভাল্লুকটি সেই ব্যক্তিকে একেবারে ধরেই ফেলেছিল। কিন্তু পর মুহূর্তে কোনো রকমে ছাড়িয়ে ফের তিনি আরও উচুঁতে উঠতে শুরু করেন। যদিও গাছে চড়তে ভাল্লুক খুব একটা পারদর্শী নয়। তাই খানিকটা ওঠার পরই সে হাল ছেড়ে দেয়। মাত্র ২দিন আগে ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এরই মধ্যে ৯ লাখের বেশি মানুষ ভিডিয়ো দেখেছেন। অনেকেই ওই ব্যক্তির শোচনীয় অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন,’উনি যে মনে সাহস রেখে হাল ছেড়ে দেননি তা দেখে অবাক হয়ে গেলাম’।