Viral Video: হুইল চেয়ারে সিঙাড়া বিক্রি করেই স্বপ্নবিলাসী সুরজ!
নাগপুরের রাস্তায় খোঁজ মিলেছে সুরজ নামে যুবকের। তিনি বিশেষভাবে সক্ষম এবং নিয়মিত হুইল চেয়ারে বসেই সিঙাড়া বিক্রি করেন। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করার পর সুরজ চাকরির অনেক চেষ্টা করেও সাফল্য পাননি।
নাগপুরের রাস্তায় খোঁজ মিলেছে সুরজ নামে যুবকের। তিনি বিশেষভাবে সক্ষম এবং নিয়মিত হুইল চেয়ারে বসেই সিঙাড়া বিক্রি করেন। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করার পর সুরজ চাকরির অনেক চেষ্টা করেও সাফল্য পাননি। এরপরই তিনি আইএএস হওয়ার স্বপ্নপূরণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু চাকরি না পেয়ে আর্থিক কষ্টের মধ্যে দিন যাপন করতে থাকেন। একটু একটু করে জমানো পুঁজি দিয়ে সুরজ সিভিল সার্ভিস পরীক্ষার বই কিনতে শুরু করেছেন। এভাবেই তাঁর আইএএস অফিসার হওয়ার স্বপ্নপূরণ হবে বলে আশাবাদী ওই যুবক। তাঁর সেই কঠোর পরিশ্রম দেখে তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন ফুড ভ্লগার গৌরব ওয়াসান। সুরজের জীবন কাহিনি গৌরব ভিডিয়োর মাধ্যমে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে,একটি হুইল চেয়ারে সিঙাড়া বিক্রি করছেন সুরজ। প্রতিদিন তিনি দুপুর ৩টে থেকে বিকেল ৭টা পর্যন্ত এই কাজ করেন। নাগপুরের রাস্তায় সিঙাড়ার প্রতি প্লেট ১৫ টাকা করে বিক্রি করেন। হুইলচেয়ারের সামনে নিজের ফোন নম্বরও লিখে রেখেছেন সুরজ। নিজের ইচ্ছাশক্তির জোরে একটু একটু করে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছেন। কিছু দিন আগে নিজের ইউটিউব চ্যানেলের ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেন গৌরব ওয়াসান। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। মুহুর্তের মধ্যে ভিডিয়োটি মানুষের মন ছুঁয়ে যায়। বিশেষভাবে সক্ষম সেই ব্যক্তিকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।