Computer Switch: কম্পিউটারে এই বোতামের কাজ জানেন?

Computer Switch: কম্পিউটারে এই বোতামের কাজ জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 27, 2023 | 12:51 PM

কম্পিউটারে কোয়ার্টি কি-বোর্ডের বর্ণমালা,সংখ্যাসূচক ও বিরামচিহ্নের বোতামগুলো অনেকেরই হয়তো জানা। এমন কিছু শর্টকাট বোতাম আছে,যেগুলো ব্যবহারকারীর খুব একটা চোখে পড়ে না।

কম্পিউটারে কোয়ার্টি কি-বোর্ডের বর্ণমালা,সংখ্যাসূচক ও বিরামচিহ্নের বোতামগুলো অনেকেরই হয়তো জানা। এমন কিছু শর্টকাট বোতাম আছে,যেগুলো ব্যবহারকারীর খুব একটা চোখে পড়ে না। স্ক্রল লক সাধারণত মাইক্রোসফট এক্সেলে ব্যবহৃত হয়। স্ক্রল লক নিষ্ক্রিয় থাকলে অ্যারো বোতামগুলো একটি পয়েন্টে ওপরে বা নিচে স্ক্রল করে সরানো যায়। স্ক্রল লক চালু থাকলে অ্যারোকে পুরো এক্সেল শিটজুড়ে নড়াচড়া করা যায়। Pause/Break বোতামও খুব একটা ব্যবহার হয় না। এ বোতাম চাপলে পর্দায় তেমন কোনো পরিবর্তনও চোখে পড়ে না। চলমান কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এটি বিরতি দিতে পারে না। তবে কন্ট্রোল বোতামের সঙ্গে মিলে এটি কিছু চলমান প্রোগ্রাম বন্ধ করতে পারে। টিল্ট বোতাম হয়তো অনেক ব্যবহারকারীর চোখেই পড়ে না। বোতামটি শিফট ধরে চাপলে যে চিহ্ন (~) আসে,তা মূলত বুলিয়ান বীজগণিতের লজিক নেগেশনে ব্যবহৃত হয়। ওয়েবসাইট দেখার সময় ইনসার্ট বোতামের দৃশ্যত কোনো প্রভাব নেই। টাইপ করার সময় বিভিন্ন লেখার সেটিংসের মধ্যে টোগলিংয়ে এটি ব্যবহৃত হয়। মেনু বোতাম চাপলে যেকোনো অ্যাপ্লিকেশনের মেনু অপশনগুলো দেখা যায়। সাধারণত যাঁরা ল্যাপটপের টাচপ্যাড ব্যবহার করতে চান না,তাঁদের জন্য এটি খুব উপকারী। কারণ,অ্যারো বোতামের সঙ্গে একত্রে এর মাধ্যমে এক মেনু অপশন থেকে অন্যটিতে যাওয়া যায়। এন্ড বোতামটি চাপলে কারসর তাৎক্ষণিকভাবে একটি লেখার শেষ লাইনে চলে যায়। F1 উইন্ডোজের সব জায়গায় হেল্প মেনু হিসেবে কাজ করে। F2 যেকোনো ফাইল,ফোল্ডারের নাম দ্রুত পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার হয়। কম্পিউটারে কাজ করার সময় কোনো তথ্য খুঁজে পেতে F3 চাপতে হবে। উইন্ডোজে চালু থাকা প্রোগ্রাম মাউস ছাড়া বন্ধ করতে F4 চাপতে হয় এবং সে ক্ষেত্রে Alt+F4 চাপতে হয়। চালু থাকা উইন্ডোজ রিফ্রেশের জন্য F5 বোতাম ব্যবহৃত হয়। উইন্ডোজের বিভিন্ন বিষয়ের মধ্যে কারসর সরানোর ক্ষেত্রে এই বোতাম ব্যবহার হয়। ওয়ার্ডে CTRL+F6 বোতাম চাপলে চালু থাকা সব ডকুমেন্টস পর্যায়ক্রমে দেখাবে। মাইক্রোসফট ডকুমেন্টে বেশ কয়েকটি অপশন হাইলাইট করতে F10 চাপতে হয়। F8 চেপে ভলিউম কমানো, F9-এ ভলিউম বাড়ানো এবং F7 চেপে ভলিউম মিউট করা হয়। এ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ডে বানান ও ব্যাকরণগত ভুল ঠিক করতে F7 ব্যবহৃত হয়। যেকোনো ইন্টারনেট ওয়েব ব্রাউজারে খোলা অবস্থায় F11 চাপলে সেটি ফুলস্ক্রিন দেখাবে। মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সংরক্ষণ করতে F12 চাপলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স চালু হয়।